কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার ইনামুল হক প্রয়াত হন গত বছরের ১১ অক্টোবর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। ইনামুল হকের স্মরণে আগামীকাল আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। মঞ্চস্থ হবে তাঁর লেখা তিনটি নাটকের কোলাজ ‘একাত্তর ও একজন নাট্যকার’। বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ইনামুল হকের মেয়ে অভিনেত্রী হৃদি হকের নির্দেশনায় এ নাটকে অভিনয় করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা।
হৃদি হক জানান, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ৬টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে জ্বলবে আলো। এরপর শিল্পকলা একাডেমির নির্মাণে দেখানো হবে ইনামুল হককে নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র।
ইনামুল হক স্মরণ অনুষ্ঠান আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। নাট্যশালার মহড়া কক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন নুনা আফরোজ, আহসান হাবিব নাসিম, রওনক হাসানসহ অনেক অভিনয়শিল্পী। তাঁরা ছাড়াও ‘একাত্তর ও একজন নাট্যকার’ নাটকে অভিনয় করবেন নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও ইনামুল হকের হাতে গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা।
আজাদ আবুল কালামের সঞ্চালনায় এ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, সারা যাকের, রতন সিদ্দিকী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন হৃদি হক।
একনজরে
জন্ম: ২৩ মে ১৯৪৩, ফেনী
পড়াশোনা: ফেনী পাইলট স্কুল, ঢাকা নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় (রসায়ন) ও ম্যানচেস্টার ইউনিভার্সিটি (পিএইচডি)
শিক্ষকতা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মঞ্চে প্রথম অভিনয়: নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’
নাটকের দল: নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য (১৯৬৮)। সভাপতি, নাগরিক নাট্যাঙ্গন (১৯৯৫)
টিভিতে প্রথম অভিনয়: নাটক ‘মুখরা রমণী বশীকরণ’ (১৯৭১)
লেখালেখি: ১৮টি নাটকের বই। উল্লেখযোগ্য ‘গৃহবাসী’, ‘মহাকালের ঘোড়সওয়ার’, ‘বাংলা আমার বাংলা’
পরিবার: স্ত্রী অভিনেত্রী লাকী ইনাম, দুই মেয়ে হৃদি হক ও প্রৈতী হক
সম্মাননা: একুশে পদক (২০১২), স্বাধীনতা পুরস্কার (২০১৭)
মৃত্যু: ১১ অক্টোবর ২০২১, ঢাকা
কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার ইনামুল হক প্রয়াত হন গত বছরের ১১ অক্টোবর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। ইনামুল হকের স্মরণে আগামীকাল আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। মঞ্চস্থ হবে তাঁর লেখা তিনটি নাটকের কোলাজ ‘একাত্তর ও একজন নাট্যকার’। বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ইনামুল হকের মেয়ে অভিনেত্রী হৃদি হকের নির্দেশনায় এ নাটকে অভিনয় করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা।
হৃদি হক জানান, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ৬টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে জ্বলবে আলো। এরপর শিল্পকলা একাডেমির নির্মাণে দেখানো হবে ইনামুল হককে নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র।
ইনামুল হক স্মরণ অনুষ্ঠান আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। নাট্যশালার মহড়া কক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন নুনা আফরোজ, আহসান হাবিব নাসিম, রওনক হাসানসহ অনেক অভিনয়শিল্পী। তাঁরা ছাড়াও ‘একাত্তর ও একজন নাট্যকার’ নাটকে অভিনয় করবেন নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও ইনামুল হকের হাতে গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা।
আজাদ আবুল কালামের সঞ্চালনায় এ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, সারা যাকের, রতন সিদ্দিকী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন হৃদি হক।
একনজরে
জন্ম: ২৩ মে ১৯৪৩, ফেনী
পড়াশোনা: ফেনী পাইলট স্কুল, ঢাকা নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় (রসায়ন) ও ম্যানচেস্টার ইউনিভার্সিটি (পিএইচডি)
শিক্ষকতা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মঞ্চে প্রথম অভিনয়: নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’
নাটকের দল: নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য (১৯৬৮)। সভাপতি, নাগরিক নাট্যাঙ্গন (১৯৯৫)
টিভিতে প্রথম অভিনয়: নাটক ‘মুখরা রমণী বশীকরণ’ (১৯৭১)
লেখালেখি: ১৮টি নাটকের বই। উল্লেখযোগ্য ‘গৃহবাসী’, ‘মহাকালের ঘোড়সওয়ার’, ‘বাংলা আমার বাংলা’
পরিবার: স্ত্রী অভিনেত্রী লাকী ইনাম, দুই মেয়ে হৃদি হক ও প্রৈতী হক
সম্মাননা: একুশে পদক (২০১২), স্বাধীনতা পুরস্কার (২০১৭)
মৃত্যু: ১১ অক্টোবর ২০২১, ঢাকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪