Ajker Patrika

ইনামুল হককে নিয়ে একাত্তর ও একজন নাট্যকার

ইনামুল হককে নিয়ে একাত্তর ও একজন নাট্যকার

কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার ইনামুল হক প্রয়াত হন গত বছরের ১১ অক্টোবর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। ইনামুল হকের স্মরণে আগামীকাল আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। মঞ্চস্থ হবে তাঁর লেখা তিনটি নাটকের কোলাজ ‘একাত্তর ও একজন নাট্যকার’। বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ইনামুল হকের মেয়ে অভিনেত্রী হৃদি হকের নির্দেশনায় এ নাটকে অভিনয় করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা।

হৃদি হক জানান, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ৬টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে জ্বলবে আলো। এরপর শিল্পকলা একাডেমির নির্মাণে দেখানো হবে ইনামুল হককে নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র।

ইনামুল হক স্মরণ অনুষ্ঠান আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। নাট্যশালার মহড়া কক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন নুনা আফরোজ, আহসান হাবিব নাসিম, রওনক হাসানসহ অনেক অভিনয়শিল্পী। তাঁরা ছাড়াও ‘একাত্তর ও একজন নাট্যকার’ নাটকে অভিনয় করবেন নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও ইনামুল হকের হাতে গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা।

আজাদ আবুল কালামের সঞ্চালনায় এ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, সারা যাকের, রতন সিদ্দিকী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন হৃদি হক।

একনজরে

জন্ম: ২৩ মে ১৯৪৩, ফেনী
পড়াশোনা: ফেনী পাইলট স্কুল, ঢাকা নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় (রসায়ন) ও ম্যানচেস্টার ইউনিভার্সিটি (পিএইচডি)
শিক্ষকতা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মঞ্চে প্রথম অভিনয়: নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ 
নাটকের দল: নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য (১৯৬৮)। সভাপতি, নাগরিক নাট্যাঙ্গন (১৯৯৫) 
টিভিতে প্রথম অভিনয়: নাটক ‘মুখরা রমণী বশীকরণ’ (১৯৭১) 
লেখালেখি: ১৮টি নাটকের বই। উল্লেখযোগ্য ‘গৃহবাসী’, ‘মহাকালের ঘোড়সওয়ার’, ‘বাংলা আমার বাংলা’
পরিবার: স্ত্রী অভিনেত্রী লাকী ইনাম, দুই মেয়ে হৃদি হক ও প্রৈতী হক
সম্মাননা: একুশে পদক (২০১২), স্বাধীনতা পুরস্কার (২০১৭)
মৃত্যু: ১১ অক্টোবর ২০২১, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত