Ajker Patrika

নদীতে ঘের দিয়ে মাছ শিকার

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৫: ৩৭
নদীতে ঘের দিয়ে মাছ শিকার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর দেশি প্রজাতির মাছের অভয়াশ্রম ঘের দিয়ে ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। দেশি প্রজাতির মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত নুনেরটেক এলাকায় মাছ ও জীব বৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে অবাধে।

নুনেরটেক এলাকার জেলেদের অভিযোগ, শম্ভুপুরা ইউনিয়নের গজারিয়া থেকে বিশনন্দি পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট নদীর বুক জুড়ে চারদিকে ঘের দিয়ে নিষিদ্ধ জাল ফেলে পোনা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে যাচ্ছেন। এভাবে মাছ শিকারের ফলে মাছসহ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না পোনা মাছও।

সরেজমিনে দেখা যায়, নদীর বুক জুড়ে সোনারগাঁ অংশের শম্ভুপুরা এলাকা থেকে নুনেরটেক পর্যন্ত কয়েকশত ঘের দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ঘের দেওয়া হয়েছে মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত নুনেরটেক ও আনন্দবাজার এলাকায়। স্থানীয় প্রভাবশালী নেতাদের প্রশ্রয়ে গত তিন বছর ধরে এখানে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা নদীর এসব ঘের পরিচালনা করে থাকেন।

নুনেরটেক গ্রামের বাসিন্দা হোসেন মিয়া বলেন, ‘আমি নদীতে চারটি ঘের দিয়েছি। এখান থেকে যে আয় হবে তাঁর অংশ কিছু লোককে দিতে হবে। তা ছাড়া প্রশাসনের কর্মকর্তাদের উপহার হিসেবে মাছ দিতে হবে। এভাবেই আমরা প্রতি বছর ঘের দিই, এতে মৎস্য আইন লঙ্ঘন হয় কি না আমার জানা নেই।’

সাত ভাইয়াপাড়া গ্রামের বাসিন্দা মুকবুল হোসেন বলেন, ‘একটি ঘের থেকে কমপক্ষে ১০-১৫ লাখ টাকার মাছ পাওয়া যায়। লাভের ৫০ ভাগ নেতাদের দিতে হয় আর ৫০ ভাগ টাকা যারা ঘের দেন তাঁরা ভাগাভাগি করে নেন। এ হিসেবে প্রতি বছর কার্তিক, পৌষ ও মাঘ মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা।’

উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, ‘মৎস্য আইন লঙ্ঘন করে যে সব ব্যক্তিরা নদীতে ঘের দিয়ে মাছ শিকার করছেন তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ ও জনবল না থাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত