Ajker Patrika

কনার জন্মদিনে বাপ্পার উপহার

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৮: ৪৪
কনার জন্মদিনে বাপ্পার উপহার

১৫ এপ্রিল কনার জন্মদিন। এ দিনেই কনার গাওয়া নতুন গান উপহার দিচ্ছেন বাপ্পা মজুমদার। ‘মন ভালো’ শিরোনামের গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর করেছেন বাপ্পা মজুমদার। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি তৈরি হয়েছে বাপ্পার সুর-সংগীতে ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’ অ্যালবামের জন্য। গানটি ‘বাপ্পা মজুমদার’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

বাপ্পা বলেন, ‘কনার গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্যিই দুর্দান্ত গেয়েছে কনা। পরিকল্পনা করেই কনার জন্মদিনে গানটি প্রকাশ করে তাঁকে শুভেচ্ছা-ভালোবাসা জানানো।’

কনা বলেন, ‘গানটি যেদিন বাপ্পা দা পাঠিয়েছিলেন, একটু ভয় পেয়েছিলাম। কারণ, আমি যে ধরনের গান গাই, গানটি তার থেকে আলাদা। এমন গান গাওয়ার সুযোগ কম আসে। ভালো গাইতে হবে—এই আত্মবিশ্বাস নিয়ে গানটি গেয়েছিলাম। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার জন্মদিনে গানটি প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য।’

বাপ্পা মজুমদারের সুরে কনা প্রথম গেয়েছিলেন ফেরদৌস হাসান রানার লেখা ‘চোখের জলে সূর্য প্রদীপ জ্বলে’ গানটি। গানটি ‘দহন’ নাটকে ব্যবহার হয়েছিল। পরে একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র টাইটেল গানসহ কনার জন্য বেশ কয়েকটি গানের সুর করেন বাপ্পা মজুমদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত