Ajker Patrika

কমান্ডো কোর্স সম্পন্ন পুলিশ সদস্যরা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৪২
কমান্ডো কোর্স সম্পন্ন পুলিশ সদস্যরা পুরস্কৃত

কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। গতকাল সোমবার দামপাড়াস্থ পুলিশ লাইনের তাঁদের পুরস্কৃত করা হয়।

সিএমপি জানায়, সিএমপি ও আরএমপির ৪৩জন প্রশিক্ষণার্থী খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার ৫৬ দিনের পুলিশ কমান্ডো কোর্সে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২৯ জন সফলভাবে কমান্ডো কোর্স সম্পন্ন করেন। যাঁদের মধ্যে ১৫ জন ছিলেন সিএমপি সদস্য।

এই কোর্সের চূড়ান্ত মূল্যায়নে বেষ্ট কমান্ডো হয়েছেন সিএমপির চকবাজার থানার উপপরিদর্শক মারুফ বিন আবদুল্লাহ এবং দ্বিতীয় বেষ্ট কমান্ডো হয়েছেন এসি (পিওএম) মোহাম্মদ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত