Ajker Patrika

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ১৭
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বাগেরহাটে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামে সাগর হাওলাদারের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাঁর ওপর হামলা করে। ঠেকাতে গেলে তাঁর মামা জাকির হোসেন (৫০) এবং মামাতো ভাই আনিস হাওলাদার (৪২) আহত হন।

আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আহতদের মধ্যে সাগর হাওলাদার বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাগর হাওলাদার বলেন, সিংড়াই গ্রামে উত্তরাধিকার সূত্রে পাওয়া তাঁর মায়ের ১১ শতক জমিতে ঘর তৈরি করে বসবাস করেন তিনি। বিভিন্ন সময় প্রতিবেশী জালাল হাওলাদার ওই জমির কিছু অংশ জবর দখলের চেষ্টা করেন। এর প্রতিবাদ করায় জালাল হাওলাদার প্রায়ই তাঁকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেন।

এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে জালাল ও তাঁর ছেলে সাকিব হাওলাদার তাঁকে মারধর করে। এ সময় তাঁর মামা জাকির হোসেন এবং মামাতো ভাই আনিস হাওলাদার ঠেকাতে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করেন জালাল ও তাঁর ছেলে। মামা ও মামাতো ভাই বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, একটি মারধরের ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত