Ajker Patrika

তফসিল হতেই মাঠে সম্ভাব্য প্রার্থীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ০৪
তফসিল হতেই মাঠে সম্ভাব্য প্রার্থীরা

দরজায় কড়া নাড়ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। গত ৩০ নভেম্বর বিকেলে নির্বাচন ভবনে নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পুরোদমে গণসংযোগ শুরু করেছেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা। তফসিল অনুযায়ী নাসিকের নির্বাচন আগামী ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই এবং ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা–কর্মীরা এগিয়ে আছেন। কিন্তু বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখনো দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নাসিকের ১০টি ওয়ার্ডে সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজার, অলিগলি, রাস্তাঘাট, বৈদ্যুতিক খুঁটি, মসজিদ-মন্দিরসহ সামাজিক প্রতিষ্ঠানের আশপাশ শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দনের ব্যানার ছেয়ে গেছে।

এ সকল ব্যানার বেশির ভাগই হচ্ছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকা সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের। এদিকে বিএনপিসহ বিরোধী দলীয় সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। তাঁরা সবাই দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন যে, তাদের দল আদৌ নির্বাচনে যাবে কি না! তবে বিরোধী দলীয় অনেক সম্ভাব্য প্রার্থী ভিন্ন কৌশল অবলম্বন করে প্রচারের মাঠে আছেন।

এদিকে ফেসবুকে প্রচারে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। বর্তমানে যারা নাসিকের ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, তাঁরা ফেসবুকের মাধ্যমে তাঁদের উন্নয়ন কর্মকাণ্ডের ছবি ও তথ্য পৌঁছে দিচ্ছেন সাধারণ ভোটারদের কাছে।

এ বিষয়ে কথা হয় নাসিকের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিল্লাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা আমাদের পছন্দের মানুষকেই ভোট দেব। যাতে ওয়ার্ডের সাধারণ মানুষ আরও সুযোগ-সুবিধা পান। নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে আমরা সবাই সচেতন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত