Ajker Patrika

হালদা থেকে ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১২: ১৭
হালদা থেকে ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ

চট্টগ্রামের হালদা নদীর মোহনা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছয় হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।

এতে নেতৃত্ব দেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূঁইয়া।

অভিযান পরিচালনাকারী পুলিশ সুপার মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর নিরাপত্তায় নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে হালদা নদীর মোহনা এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ছয় হাজার মিটার সুতার তৈরি ভাসান জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত