Ajker Patrika

মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন মোংলা বন্দরে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ৩৯
মেট্রোরেলের আরও ৪ বগি ও ২ ইঞ্জিন মোংলা বন্দরে

মেট্রোরেলের ষষ্ঠ চালানে আরও চার বগি ও দুই ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি ব্রাইট কোরাল। মেট্রোরেলের এই মালামাল নিয়ে আসা জাহাজটি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে।

জাহাজ এম ভি ব্রাইট কোরালের স্থানীয় শিপিং এজেন্ট ও এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৫ অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজ ‘ব্রাইট কোরাল’-এ মেট্রোরেলের বগি ছাড়াও ৮০ প্যাকেজের ৪২৩ মেট্রিক টনের সরঞ্জামও এসেছে।

এদিকে শনিবার সকালে জাহাজ থেকে মালামাল খালাস শুরু হয়েছে। পরে সেগুলো নৌপথে নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ নিয়ে ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এর আগে গত ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম ভি এসপিএম ব্যাংকক, ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম ভি প্রেসার্স কোরাল, ২০ জুলাই এম ভি হরিজন-৯ জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন, ৫ মে এম ভি ওশান গ্রেস জাহাজে ৬টি কোচ এবং ৩১ মার্চ এম ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রোরেলের ৬টি কোচ আসে এ বন্দরে। যার সবগুলো মালামালই খালাস শেষে নৌপথে নেওয়া হয় ঢাকার উত্তরায় দিয়াবাড়ি ডিপোতে।

শেখ ফখরউদ্দীন জানান, আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। সব মিলে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে বলেও জানান তিনি।

মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত