Ajker Patrika

আবারও কাঁপল সীমান্ত উড়ছে যুদ্ধবিমান

কক্সবাজার প্রতিনিধি
আবারও কাঁপল সীমান্ত উড়ছে যুদ্ধবিমান

রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। অনেক দিন পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত বুধবার মধ্যরাত থেকে মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠছে। এতে সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সময়ে আকাশপথেও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়।

সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস বন্ধ থাকার পর টেকনাফ সদর, হোয়াইক্যং, উনচিপ্রাং, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হ্নীলা সীমান্ত এলাকার বাসিন্দা রফিক উল্লাহ বলেন, ‘রাত দেড়টা থেকে টানা বিস্ফোরণের শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িঘর।’

সেন্ট মার্টিন দক্ষিণপাড়া এলাকার নুরুল আমিন বলেন, প্রায় এক মাস পর বুধবার রাতে বোমার বিকট শব্দে ঘুম ভাঙে। রাতভর ভারী অস্ত্রের আঘাতে কান ফেটে যাওয়ার অবস্থা। বাড়ির লোকজন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে হামলা হচ্ছে।

দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে দুই পক্ষের  মধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। হামলায় বেশ কিছু রোহিঙ্গারও মৃত্যু হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) ৭৬৫ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত