Ajker Patrika

মুক্তিযুদ্ধের ছবিতে জাকিয়া বারী মম

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১০: ৫০
মুক্তিযুদ্ধের ছবিতে জাকিয়া বারী মম

জাকিয়া বারী মম ছিলেন টিভি পর্দার নিয়মিত মুখ। এ বছর হঠাৎ করেই নাটকে অভিনয় একেবারে ছেড়ে দেন তিনি। প্রস্তুতি নিতে শুরু করেন বড় কাজের। ওয়েব সিরিজ ‘মহানগর’-এ মমর অভিনয় নজর কেড়েছে সবার। সেই থেকে নেই পর্দায়। সম্প্রতি মম বিরতি ভেঙেছেন। নাটক কিংবা ওয়েব সিরিজ নয়, ছবির শুটিং শুরু করেছেন। খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ ছবির শুটিংয়ে মম এখন সিলেটে।

ছবিতে মম অভিনয় করছেন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। গতকাল ফেসবুকে বীর মুক্তিযোদ্ধার বেশে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাঁর নতুন লুকের প্রশংসা করছেন অনেকেই। সিলেট থেকে মম বলেন, ‘এর আগে আমি মুক্তিযুদ্ধের ছবি করিনি। এটাই প্রথম। মুক্তিযুদ্ধের প্রতি একধরনের আবেগ কাজ করে সব সময়। সেই জায়গা থেকে ছবিটি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’

গত সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হয় ‘ওরা ৭ জন’ ছবির শুটিং। কাজ প্রায় শেষের পথে। মম জানালেন, আর ছয় দিনের শুটিং বাকি আছে। এরপরই ঢাকায় ফিরবেন তিনি। ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে মম বলেন, ‘কাজ, সময়, ইউনিট— সব মিলে বলছি, খুবই দারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা শুটিং করছি সীমান্তের কাছে। দারুণ লোকেশন। এ ছবিতে আমার চরিত্রের নাম অপর্ণা সেন। এটুকুই থাক আপাতত। বাকিটা ঢাকায় ফিরে বলব।’

‘ওরা ৭ জন’ ছবিতে সাত বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, শাহরিয়ার ফেরদৌস সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিজ আহমেদ ও খালিদ মাহবুব তুর্য। নির্মাতা জানিয়েছেন, ছবিতে মমর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি দারুণ কাজ করেছেন। দর্শক এবার এক নতুন মমকে দেখতে পাবেন এ ছবির মাধ্যমে।

জাকিয়া বারী মম অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘স্ফুলিঙ্গ’। তৌকীর আহমেদ বানিয়েছিলেন ছবিটি। এর আগে মমকে পাওয়া গেছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রেম করব তোমার সাথে’, ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘দহন’ ছবিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত