Ajker Patrika

আড়ালেই কি থেকে যাবেন হোতারা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
আড়ালেই কি থেকে যাবেন হোতারা

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যায় হোতাদের নাম আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা করছেন স্বজনেরা। মামলার তিন আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন ধারনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে পুলিশের দাবি এ হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।

সোহেলের ভাই ও মামলার বাদী সৈয়দ মো. রুমন বলেন, ‘শাহ আলমদের কারা এত বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের জোগান দিল? এই হত্যাকাণ্ডের অর্থদাতা কারা, তাদের উদ্দেশ্য কী? খুনের মূল পরিকল্পনাকারী কে? শাহ আলমকে গ্রেপ্তার করা গেলে সহজেই সবকিছু জানা যেত। এ জন্য সবাই চেয়েছিল, শাহ আলম গ্রেপ্তার হোক।’

রুমন আরও বলেন, ‘সোহেলকে সরিয়ে নেপথ্যের ইন্ধনদাতারা তাদের পথের কাঁটা পরিষ্কার করেছে। হত্যার পেছনে মাদকের কথা উঠে এলেও সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টিও থাকতে পারে।’

নিহত কাউন্সিলরের ছেলে সৈয়দ নাদিম বলেন, ‘যাঁরা হত্যা করেছে তাঁদের এত বড় সাহস বা ক্ষমতা নেই আমার বাবাকে হত্যা করার। অবশ্যই এর পেছনে কারও না কারওর হাত রয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার জন্য।’

সুজানগরের কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এত বড় ঘটনা মাদকসেবী ও কারবারিরা একা করতে পারেন না। তাঁদের পেছনে বড় কোনো শক্তি কাজ করেছে। ঘটনার আড়ালের লোকদের খুঁজে বের না করলের এমন আরও হত্যার আশঙ্কা থেকেই যাবে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘মামলার তদন্ত করছি। উল্লেখযোগ্য অগ্রগতি আছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত