Ajker Patrika

ভাঙা সেতুর মালিকানা নিয়ে ঠেলাঠেলি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৮
ভাঙা সেতুর মালিকানা নিয়ে ঠেলাঠেলি

রাজাপুর সদরে প্রবেশের একমাত্র মাধ্যম বাগরি বেইলি সেতুটি। সেতুটির লোহার পাটাতন ভেঙে গর্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অথচ বেইলি সেতুটি সংস্কারের জন্য কেউ এগিয়ে আসছেন না। সংস্কারে বিষয়ে জানতে চাইলে সেতুটির মালিকানা অস্বীকার করেছেন এলজিইডি ও সওজের প্রকৌশলীরা।

জানা যায়, রাজাপুর উপজেলা সদরে অবস্থিত এই বাগরি বেইলি সেতুটি নব্বইয়ের দশকে নির্মিত হয়। এরপর এই বেইলি সেতু আর কোনো সংস্কার করা হয়নি। প্রায় বছর খানেক আগে এই সেতুর পাটাতন নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। কিন্তু সংস্কারে কেউ এগিয়ে না আসায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ উদ্যোগে সেতুর কয়েকটি পাটাতন সংস্কার করেন। এরপর কিছুদিন এই সেতুটি যান চলাচলের উপযোগী ছিল। প্রায় ১৫-২০ দিন আগে হঠাৎ করে কয়েকটি পাটাতনে গর্ত দেখা দেয়।

বাগরি সেতু এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ‘বেইলি সেতুটির স্লিপারগুলো পুরোনো হয়ে গেছে। স্লিপারগুলোর বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে রয়েছে। প্রতিদিন এই ভাঙা স্লিপারের গর্তে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ যানবাহনের চাকা ঢুকে দুর্ঘটনা ঘটছে।

রহমত উল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন, ‘সেতুটির উত্তর পাড়ে কয়েকটি শিশুশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দুর্ঘটনা এড়াতে অভিভাবকেরা শিশুদের কোলে নিয়ে সেতু পার হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজাপুর উপজেলা প্রকৌশলী গোলাম মস্তোফা বলেন, ‘সেতুর দুই দিকের রাস্তা আমাদের হলেও এই বেইলি সেতু আমাদের দপ্তরের করা না। কেননা, এলজিইডি কংক্রিটের ছাড়া স্টিলের ব্রিজ কখনোই করে না। এই ব্রিজ সড়ক ও জনপথ বিভাগের।’

ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ‘রাস্তা এলজিইডি বা সড়ক ও জনপথের যারই হোক না কেন যখন হস্তান্তর হয়েছে তখন ব্রিজসহ এলজিইডি দপ্তরে হস্তান্তর হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী হয়তো বিষয়টি জানে না। এখানে আমাদের কোনো দায়িত্ব নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত