Ajker Patrika

নতুন নায়িকা মাহা

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬: ৩৩
নতুন নায়িকা মাহা

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা জাকিয়া মুন। ডাকনাম মাহা। মডেল ও অভিনেত্রীর বাইরে তিনি একজন এমবিবিএস চিকিৎসক। পোশাক ডিজাইনার হিসেবেও সুনাম রয়েছে, লেখেন গান ও নাটকের গল্প। তাহসান গেয়েছেন তাঁর লেখা গান। নিশো ও অপূর্বর মতো তারকারা অভিনয় করেছেন তাঁর লেখা নাটকে। জাজ জানায়, তাদের নতুন সিনেমা ‘পাপ’-এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে মাহার।

ইতিমধ্যেই সিনেমার কাজ শুরু হয়েছে। নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেক দিন পর জাজের কাজ করছি। আজিজ ভাই (প্রযোজক) চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি ও রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। থাকছেন মাহাসহ আরও এক নতুন নায়িকা।’

মাহা বলেন, ‘ফ্যামিলি ট্র্যাডিশন হলো চিকিৎসক হওয়া। আমার মা-সহ পরিবারে অনেকেই চিকিৎসক। তাই পড়াশোনা করেছি চিকিৎসাবিদ্যায়। কিন্তু আমার প্যাশনটা মডেলিং ও ফ্যাশন ডিজাইনে। আর অভিনয়ের শখটা সবচেয়ে এগিয়ে। এই কাজটা করে আমি যে তৃপ্তি আর আনন্দ পাই, তা আর কিছুতেই পাই না। অভিনয়ে নিজেকে আরও দক্ষ করার চেষ্টা করছি।’

আমার মা-সহ পরিবারে অনেকেই চিকিৎসক। তাই পড়াশোনা করেছি চিকিৎসাবিদ্যায়। কিন্তু আমার প্যাশনটা মডেলিং ও ফ্যাশন ডিজাইনে। আর অভিনয়ের শখটা সবচেয়ে এগিয়ে।

২০১২ সালে কলকাতায় আয়োজিত ‘মিসেস অদ্বিতীয়া’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী মাহা। দুই বাংলার সুন্দরীদের নিয়ে আয়োজিত ওই প্রতিযোগিতায় মাহা ‘বেস্ট ক্যাটওয়াক’ ও ‘বেস্ট ফটোজেনিক’ হিসেবেও অ্যাওয়ার্ড জেতেন। এরপর একাধিক নাটক ও টেলিফিল্মে কাজ করেন মাহা। ছটকু আহমেদের চিত্রনাট্যে এবং শান্তি ইসলামের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করেন সিনেমায়, নাম ‘মহানগর’। মাহার সহ-অভিনেতা ছিলেন আরিফিন শুভ এবং সুপারহিরোখ্যাত রোজ। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন মাহা।

মাহা অভিনীত টিভি নাটকের মধ্যে উল্লেখযোগ্য জাহিদ হাসানের বিপরীতে ‘ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’, তৌকীর আহমেদের বিপরীতে ‘বাইফোকাল’ ও ‘বকুলপুরের যাত্রী’, শাহেদের বিপরীতে ‘শিকড়’ এবং শাহরিয়ার শুভর বিপরীতে ‘পারদ ফুলের ঘ্রাণ’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত