Ajker Patrika

অভয়নগরে ৮ নৌকার মাঝির ৫ জনই নতুন

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ১৫
অভয়নগরে ৮ নৌকার মাঝির ৫ জনই নতুন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অভয়নগর উপজেলার ৮ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউপির মধ্যে তিনটিতে বর্তমান চেয়ারম্যানদের এবং পাঁচটিতে নতুনদের মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর পর্যন্ত এ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক চেয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবেদন ও নথি জমা দিয়েছেন আওয়ামী লীগের ৬২ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাঁদের মধ্যে পর্যালোচনা করে ৬২ জনের নাম কেন্দ্রে পাঠায় উপজেলা আওয়ামী লীগ।

মনোনয়নপ্রাপ্তরা হলেন উপজেলার প্রেমবাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিকাশ রায়, চলিশিয়া ইউনিয়নে মো. মশিউর রহমান, পায়রা ইউনিয়নে মো. হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে মো. নাসির উদ্দীন, বাঘুটিয়া ইউনিয়নে অর্জুন সেন, শুভরাড়া ইউনিয়নে মো. ইদ্রিস আলী শেখ, সিদ্ধিপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান এ কামাল হাচান।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেন, কেন্দ্র থেকে চেয়ারম্যান পদে ৮ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এখন নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অভয়নগর উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩–৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত