Ajker Patrika

দেশে আসছে উপমহাদেশীয় ভাষার সিনেমা, মুক্তি পাবে ‘পাঠান’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ১০
দেশে আসছে উপমহাদেশীয় ভাষার সিনেমা, মুক্তি পাবে ‘পাঠান’

এক মাস ধরে আলোচনা চলছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’। চলচ্চিত্র সংগঠনগুলোও জানিয়েছে, হল বাঁচাতে পাঠান মুক্তি দেওয়ার পক্ষে তারা। অবশেষে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠন একমত হয়ে গতকাল সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ব্যানারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আকারে একটি প্রস্তাব পেশ করেছে। এ প্রস্তাবে বাংলাদেশে উপমহাদেশীয় সিনেমা মুক্তির বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে সাফটা চুক্তির আওতায় বলিউডের সিনেমা আমদানি করা হবে। পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য আমদানির সুযোগ থাকবে। প্রথম বছর ১০টি এবং দ্বিতীয় বছর ৮টি সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে। তবে দুই ঈদ ও দুর্গাপূজায় এসব সিনেমা মুক্তি দেওয়া যাবে না। আমদানি করা বিদেশি (উপমহাদেশীয় ভাষার) চলচ্চিত্র মুক্তির আগে আমদানিকারক সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ অনুদান (আলোচনা ও শর্ত সাপেক্ষে) সম্মিলিত চলচ্চিত্র পরিষদের তহবিলে জমা দিতে হবে। এই অনুদান চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যদের কল্যাণে ব্যয় হবে। এ ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী সমিতি অগ্রাধিকার পাবে।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্রের পরিষদ নেতৃবৃন্দ ‘নির্দিষ্ট সময়ের জন্য বিদেশি (উপমহাদেশীয় ভাষার) চলচ্চিত্র আমদানি ও মুক্তি প্রসঙ্গে’ শিরোনামে পত্রটি মন্ত্রীকে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার ও সদস্য রিয়াজ, প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ, প্রযোজক পরিবেশক সমিতির পক্ষে খোরশেদ আলম খসরু, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সদস্যসচিব শাহ আলম কিরণ প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় কিছু শর্তসাপেক্ষে নির্দিষ্টসংখ্যক ভারতীয় হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে চলচ্চিত্র অঙ্গনের সবাই একমত হয়েছেন, এ জন্য তাঁদেরকে অভিনন্দন। আমিও নির্দিষ্ট পরিমাণ (সিনেমা) আমদানির পক্ষে, অবাধ আমদানিতে আমাদের শিল্প ক্ষতিগ্রস্ত হবে। আমি বারবার বলে এসেছি, সব সংগঠন একমত হয়ে বললে তখন আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব। এখন সেটি সম্ভব। প্রস্তাব অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও আনতে হবে।’

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘উপমহাদেশীয় ভাষার সিনেমা আমদানির বিষয়ে তথ্যমন্ত্রীর কাছে প্রস্তাবনা পেশ করেছি। তিনি আমাদের দাবি শুনেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।’

পাঠান সিনেমা বাংলাদেশে আমদানি করছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আমি শুনেছি, মন্ত্রণালয় মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। তবে কাগজ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। আমরা পাঠান মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে এর আগে অনুমোদনের কাগজ পেতে হবে। এরপর সেন্সর করাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত