Ajker Patrika

সাফা কবিরের ‘হ্যাপি বার্থডে’

আপডেট : ১৭ মে ২০২২, ১১: ৪৬
সাফা কবিরের ‘হ্যাপি বার্থডে’

টিভি নাটকের বাইরে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা দিয়েছেন সাফা কবির। এর আগে হইচইয়ের ওয়েব সিরিজ ‘বলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে তাঁর আরেকটি ওয়েব কনটেন্ট। ‘হ্যাপি বার্থডে’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচার হবে চরকিতে। এটি পরিচালনা করেছেন নিশান মাহমুদ।

‘হ্যাপি বার্থডে’র গল্পে সাফার চরিত্রের নাম পিংকি। টিকটক করে এলাকার বেশ পরিচিত মুখ সে। তরুণসমাজে তাকে নিয়ে অন্য রকম আকর্ষণ। পিংকি সুযোগ পেলেই ইন্টারনেট ঠিক করার অজুহাতে মিজানকে বাসায় ডেকে নিয়ে আসে। ইন্টারনেট নষ্ট আর ঠিক করার খেলা তাদের মধ্য বেশ অনেক দিন ধরেই চলে। পিংকির জন্মদিনে অনেকে টিকটক করে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু মিজান কিছুই করতে পারে না। কীভাবে পিংকিকে জন্মদিনে খুশি করা যায়, কীভাবে তার মন পাওয়া যায় এই ভেবে হয়রান মিজান। অ্যালেন শুভ্রকে দেখা যাবে এ চরিত্রে।

সাফা কবির বলেন, ‘ওটিটিতে এর আগে কাজ করা হলেও চরকির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। পুরো গল্পটাই আমাকে ঘিরে অর্থাৎ পিংকিকে নিয়ে। খুবই সুন্দর একটা গল্প, কাজটা করে বেশ ভালো লেগেছে।’ সাফা-অ্যালেন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ইকবাল হোসাইন, আবদুল্লাহ আল সেন্টু, প্রীতি চৌধুরী, হোসেইন জীবন, কাজী আবরার হাসান, ইশরাক রহমান শান্ত প্রমুখ।

এবারের ঈদে সাফা অভিনীত একাধিক নাটক প্রশংসিত হয়েছে। পর্দায় সাফাকে দেখা গেছে তাহসান খান, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, খায়রুল বাসারের মতো অভিনেতাদের সঙ্গে। সাফা কবির বলেন, ‘কোয়ালিটিফুল না হলে সেসব কাজ করতে চাই না। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি এখন। এবার ঈদের জন্য বেশ কিছু কাজ করেছি, যেগুলো একটু অন্য রকম আমার জন্য। পুরান ঢাকার গল্পের চরিত্র, মফস্বলের গল্প—এমন সব চরিত্রে অভিনয় করেছি, যা এর আগে খুব বেশি করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত