সম্পাদকীয়
একাত্তর সালে সীমানা পেরিয়ে যখন ত্রিপুরায় পৌঁছালেন, তখন বুঝলেন, আপাতত পাকিস্তানিদের নাগালের বাইরে চলে এসেছেন। তারপর বিশাল এক ট্রেন জার্নির পর কলকাতার শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ঘটল কত কাহিনি।
পথে খিদে লাগলেও খাবার পাওয়া কঠিন ছিল। লামডিং স্টেশনে যখন পৌঁছালেন, তখন খিদেয় পেট চোঁ চোঁ করছে। স্টেশনের ধারে ছিল লঙ্গরখানা। সেখানে শরণার্থীদের জন্য খাবারের ব্যবস্থা আছে, কিন্তু ঢোকে কার সাধ্য? ইতিমধ্যে হাজারখানেক নারী-শিশু-বৃদ্ধ সেই লাইনে দাঁড়িয়ে গেছে। তাই রুটি আর কলা কিনে খিদে মেটানোর চেষ্টা করলেন আলী যাকের ও তাঁর সঙ্গে থাকা স্বজনেরা। রেলওয়ের একজন কর্মচারী পরামর্শ দিলেন, স্টেশনের ক্যানটিনে খাবারের সন্ধানে যেতে। ধর্মনগর-কলকাতা পথে ট্রেনের টিকিট কিনতে হয়নি বিধায় কিছু টাকাপয়সা ছিল পকেটে। তাই ক্যানটিনে যাওয়া গেল।
ক্যানটিনের বেয়ারা বলল, ‘আমাদের এখানে মাংস হবে না। কেবল পোনা মাছের ঝোল, নিরামিষ, পটোলভাজা আর ডাল আছে।’
পোনা মাছ মানে ছোট রুই মাছের যে দাম হাঁকা হলো, তা দিয়ে মাছ খাওয়ার সাধ্য ছিল না। তাই নিরামিষ, ভাত আর মুগ ডাল দিয়েই খাওয়া সারতে হলো। রান্না ছিল খুবই সুস্বাদু। এরপর থেকেই আলী যাকের নিরামিষের ভক্ত হয়ে পড়েছিলেন।
ট্রেন যখন শিয়ালদার কাছে এল, তখন বহু আগের একটা ঘটনা মনে পড়ে গেল আলী যাকেরের। ছেলেবেলায় মায়ের সঙ্গে ঢাকা মেইলে করে যখন শিয়ালদা এসেছিলেন, তখন যেমন ছিল, তেমনি আছে স্টেশন। সেটা ছিল দেশভাগের কয়েক বছর পর। শিশু যাকের প্ল্যাটফর্মে দেখলেন ভাসমান মানুষের স্রোত। মাকে প্রশ্ন করলেন, ‘এরা কারা?’
মা খুব সংক্ষেপে উত্তর দিলেন, ‘রিফিউজি।’
ছয়-সাত বছরের শিশুর পক্ষে তখন রিফিউজি শব্দটির অর্থ জানা ছিল না। তিনি তখন ভেবেছিলেন, এরাও হয়তো কোনো বিশেষ জাতের মানুষ। যেমন পাঞ্জাবি বা বিহারি।
এত দিনে নিজে রিফিউজি হয়ে হাড়ে হাড়ে বুঝলেন, রিফিউজি শব্দটির মানে।
সূত্র: আলী যাকের, দূরে কাছে স্বর্গ আছে, পৃষ্ঠা ৪৫-৪৮
একাত্তর সালে সীমানা পেরিয়ে যখন ত্রিপুরায় পৌঁছালেন, তখন বুঝলেন, আপাতত পাকিস্তানিদের নাগালের বাইরে চলে এসেছেন। তারপর বিশাল এক ট্রেন জার্নির পর কলকাতার শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ঘটল কত কাহিনি।
পথে খিদে লাগলেও খাবার পাওয়া কঠিন ছিল। লামডিং স্টেশনে যখন পৌঁছালেন, তখন খিদেয় পেট চোঁ চোঁ করছে। স্টেশনের ধারে ছিল লঙ্গরখানা। সেখানে শরণার্থীদের জন্য খাবারের ব্যবস্থা আছে, কিন্তু ঢোকে কার সাধ্য? ইতিমধ্যে হাজারখানেক নারী-শিশু-বৃদ্ধ সেই লাইনে দাঁড়িয়ে গেছে। তাই রুটি আর কলা কিনে খিদে মেটানোর চেষ্টা করলেন আলী যাকের ও তাঁর সঙ্গে থাকা স্বজনেরা। রেলওয়ের একজন কর্মচারী পরামর্শ দিলেন, স্টেশনের ক্যানটিনে খাবারের সন্ধানে যেতে। ধর্মনগর-কলকাতা পথে ট্রেনের টিকিট কিনতে হয়নি বিধায় কিছু টাকাপয়সা ছিল পকেটে। তাই ক্যানটিনে যাওয়া গেল।
ক্যানটিনের বেয়ারা বলল, ‘আমাদের এখানে মাংস হবে না। কেবল পোনা মাছের ঝোল, নিরামিষ, পটোলভাজা আর ডাল আছে।’
পোনা মাছ মানে ছোট রুই মাছের যে দাম হাঁকা হলো, তা দিয়ে মাছ খাওয়ার সাধ্য ছিল না। তাই নিরামিষ, ভাত আর মুগ ডাল দিয়েই খাওয়া সারতে হলো। রান্না ছিল খুবই সুস্বাদু। এরপর থেকেই আলী যাকের নিরামিষের ভক্ত হয়ে পড়েছিলেন।
ট্রেন যখন শিয়ালদার কাছে এল, তখন বহু আগের একটা ঘটনা মনে পড়ে গেল আলী যাকেরের। ছেলেবেলায় মায়ের সঙ্গে ঢাকা মেইলে করে যখন শিয়ালদা এসেছিলেন, তখন যেমন ছিল, তেমনি আছে স্টেশন। সেটা ছিল দেশভাগের কয়েক বছর পর। শিশু যাকের প্ল্যাটফর্মে দেখলেন ভাসমান মানুষের স্রোত। মাকে প্রশ্ন করলেন, ‘এরা কারা?’
মা খুব সংক্ষেপে উত্তর দিলেন, ‘রিফিউজি।’
ছয়-সাত বছরের শিশুর পক্ষে তখন রিফিউজি শব্দটির অর্থ জানা ছিল না। তিনি তখন ভেবেছিলেন, এরাও হয়তো কোনো বিশেষ জাতের মানুষ। যেমন পাঞ্জাবি বা বিহারি।
এত দিনে নিজে রিফিউজি হয়ে হাড়ে হাড়ে বুঝলেন, রিফিউজি শব্দটির মানে।
সূত্র: আলী যাকের, দূরে কাছে স্বর্গ আছে, পৃষ্ঠা ৪৫-৪৮
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫