ময়মনসিংহ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মতো ময়মনসিংহেও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। তবে টিকাদান কেন্দ্রে সার্ভার সমস্যার অজুহাতে বাইরে থেকে ৫০ টাকায় নিবন্ধন করতে হয়েছে টিকা গ্রহীতাদের। গতকাল দুপুরে এমন চিত্র দেখা গেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে।
সরেজমিনে দেখা যায়, মসিকের ৩২ নম্বর ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে তেমন ভিড় নেই। যারা টিকা নিতে এসেছেন তাঁদের বেশির ভাগই বৃদ্ধা। তবে, টিকাদান কেন্দ্রে সার্ভার সমস্যার কথা শুনে অনেকেই বাইরের দোকান থেকে নিবন্ধন করে নিয়ে আসছেন ৫০ টাকায়। আবার যারা ৫০ টাকা সঙ্গে নিয়ে আসেননি, তাঁরা বাড়ি গিয়ে টাকা নিয়ে এসে নিবন্ধন করে টিকা নিচ্ছেন।
কুড়ের পাড় এলাকার জরিনা বেগম বলেন, ‘আমরা জানি টিকা নিতে টাকা লাগে না। তবে, এখানে এসে জানতে পারি সার্ভারে সমস্যা। পরে আবারও বাড়িতে গিয়ে ৫০ টাকা এনে ফারুকের দোকান থেকে নিবন্ধন করে টিকা নিয়েছি।’
একই এলাকার নাছির উদ্দিন এবং ফিরুজা বেগম (৬৫) বলেন, আমিও বাইরের ফারুকের দোকান থেকে ৫০ টাকায় নিবন্ধন করে টিকা নিয়েছি। তাঁদের সমস্যায় আমাদের টাকা গুনতে হয়েছে, এটা কেমন হলো।
৩২ নম্বর ওয়ার্ড টিকাদান কেন্দ্রের ভলান্টিয়ার মো. রানা মিয়া বলেন, ‘আমরা কাউকে বলিনি বাইরের দোকান থেকে টিকা নিবন্ধন করতে। তবে, কারওর যদি দেরি সহ্য না হয় তাহলে সে বাইরে থেকে ৫০ টাকায় টিকা রেজিস্ট্রেশন করে। সেখানে আমাদের কিছু করার নেই।’
এ বিষয়ে টিকার নিবন্ধন করে দেওয়া ফারুক মিয়া বলেন, ‘আমি ব্যবসা করি। কেউ টিকার নিবন্ধন করতে এলে টাকার বিনিময়ে নিবন্ধন করে দিচ্ছি।’
টিকা কেন্দ্রে টিকা নিবন্ধনের দায়িত্বে থাকা মাশরুর আহমেদ শুভ বলেন, ‘আমরা দুজন টিকা নিবন্ধনের দায়িত্বে রয়েছি। তবে, অনেক সময় সার্ভার সমস্যা করছে। এ কারণেই অনেকেই হয়তো বাইরে থেকে নিবন্ধন করে থাকতে পারে।’
এ বিষয়ে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মন্ডল বলেন, ‘কেউ যদি বাইরে থেকে টিকার নিবন্ধন করে এসে টিকা নেয় সেখানে আমাদের কিছু করার নেই।’
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, ‘টিকা কেন্দ্রে কেউ যদি কোনো প্রকার টাকা নেয়, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। তবে, কেউ বাইরে থেকে টাকা দিয়ে নিবন্ধন করে সেখানে আমাদের কিছু করার নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মতো ময়মনসিংহেও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। তবে টিকাদান কেন্দ্রে সার্ভার সমস্যার অজুহাতে বাইরে থেকে ৫০ টাকায় নিবন্ধন করতে হয়েছে টিকা গ্রহীতাদের। গতকাল দুপুরে এমন চিত্র দেখা গেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে।
সরেজমিনে দেখা যায়, মসিকের ৩২ নম্বর ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে তেমন ভিড় নেই। যারা টিকা নিতে এসেছেন তাঁদের বেশির ভাগই বৃদ্ধা। তবে, টিকাদান কেন্দ্রে সার্ভার সমস্যার কথা শুনে অনেকেই বাইরের দোকান থেকে নিবন্ধন করে নিয়ে আসছেন ৫০ টাকায়। আবার যারা ৫০ টাকা সঙ্গে নিয়ে আসেননি, তাঁরা বাড়ি গিয়ে টাকা নিয়ে এসে নিবন্ধন করে টিকা নিচ্ছেন।
কুড়ের পাড় এলাকার জরিনা বেগম বলেন, ‘আমরা জানি টিকা নিতে টাকা লাগে না। তবে, এখানে এসে জানতে পারি সার্ভারে সমস্যা। পরে আবারও বাড়িতে গিয়ে ৫০ টাকা এনে ফারুকের দোকান থেকে নিবন্ধন করে টিকা নিয়েছি।’
একই এলাকার নাছির উদ্দিন এবং ফিরুজা বেগম (৬৫) বলেন, আমিও বাইরের ফারুকের দোকান থেকে ৫০ টাকায় নিবন্ধন করে টিকা নিয়েছি। তাঁদের সমস্যায় আমাদের টাকা গুনতে হয়েছে, এটা কেমন হলো।
৩২ নম্বর ওয়ার্ড টিকাদান কেন্দ্রের ভলান্টিয়ার মো. রানা মিয়া বলেন, ‘আমরা কাউকে বলিনি বাইরের দোকান থেকে টিকা নিবন্ধন করতে। তবে, কারওর যদি দেরি সহ্য না হয় তাহলে সে বাইরে থেকে ৫০ টাকায় টিকা রেজিস্ট্রেশন করে। সেখানে আমাদের কিছু করার নেই।’
এ বিষয়ে টিকার নিবন্ধন করে দেওয়া ফারুক মিয়া বলেন, ‘আমি ব্যবসা করি। কেউ টিকার নিবন্ধন করতে এলে টাকার বিনিময়ে নিবন্ধন করে দিচ্ছি।’
টিকা কেন্দ্রে টিকা নিবন্ধনের দায়িত্বে থাকা মাশরুর আহমেদ শুভ বলেন, ‘আমরা দুজন টিকা নিবন্ধনের দায়িত্বে রয়েছি। তবে, অনেক সময় সার্ভার সমস্যা করছে। এ কারণেই অনেকেই হয়তো বাইরে থেকে নিবন্ধন করে থাকতে পারে।’
এ বিষয়ে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মন্ডল বলেন, ‘কেউ যদি বাইরে থেকে টিকার নিবন্ধন করে এসে টিকা নেয় সেখানে আমাদের কিছু করার নেই।’
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, ‘টিকা কেন্দ্রে কেউ যদি কোনো প্রকার টাকা নেয়, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। তবে, কেউ বাইরে থেকে টাকা দিয়ে নিবন্ধন করে সেখানে আমাদের কিছু করার নেই।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫