Ajker Patrika

মনোবিদের পরামর্শে শুটিং

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৮
মনোবিদের পরামর্শে শুটিং

ভালোবাসা দিবসে আইনি বিয়ে করেন অভিনেতা বিক্রান্ত মাসে ও মডেল-অভিনেত্রী শীতল ঠাকুর। ১৮ ফেব্রুয়ারি সামাজিকভাবে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। হিমাচলে বসেছিল বিয়ের আসর। বিক্রান্ত-শীতলের বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের পরিবার ও কাছের বন্ধুরা। হিমাচলের ধর্মশালার মেয়ে শীতল। তাই সেখানেই হয়েছে বিয়ের আয়োজন।

বিয়ের মাসেই মুক্তি পাচ্ছে বিক্রান্ত অভিনীত নতুন সিনেমা ‘লাভ হোস্টেল’। পরিচালনায় শঙ্কর রামান। আগামীকাল ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে সিনেমাটি। এতে বিক্রান্তের বিপরীতে আছেন সানিয়া মালহোত্রা। হিন্দি ওয়েব কনটেন্টে এই মুহূর্তে অন্যতম আলোচিত অভিনয়শিল্পী বিক্রান্ত ও সানিয়া। সিনেমায় বিক্রান্ত ও সানিয়াকে দেখা যাবে সদ্য বিবাহিত দম্পতির চরিত্রে। যাঁরা পরিবারের অমতে বিয়ে করেন। পারিবারিক বিভেদ, জাতপাত—এসব বড় কারণ হয়ে দাঁড়ায় তাঁদের জীবনে। বিয়ের পর পুলিশের সাহায্য চান তাঁরা। সুরক্ষা দিতে এক নির্জন হোস্টেলে তাঁদের থাকার ব্যবস্থা করে পুলিশ। আর সেখানেই বন্দুক হাতে হানা দেন অভিনেতা ববি দেওল। নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন ববি। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খান-গৌরী খানের রেড চিলিজ ও দৃশ্যম প্রোডাকশনস।

সানিয়া জানান, যত দিন এই সিনেমার শুটিং চলেছে, তত দিন ঠিকমতো ঘুমোতে পারেননি তিনি। শুধু তা-ই নয়, এমন অনেক দৃশ্য আছে, যেখানে প্রচুর কাঁদতে হয়েছে। ‘জ্যোতি’ নামের চরিত্রটি প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করছিল প্রতিনিয়ত। তাই শুটিং চলাকালে প্রতিনিয়তই একজন মনোবিদের পরামর্শ নিয়েছেন সানিয়া। অন্যদিকে বিক্রান্ত অভিনীত চরিত্রটির নাম আশু। তিনি বলেন, ‘চরিত্রটির সঙ্গে এতটাই একাত্ম হয়ে উঠেছিলাম যে তাঁর সব কষ্ট কখন যে নিজের হয়ে গিয়েছিল, টের পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত