Ajker Patrika

নারী নির্যাতনবিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
নারী নির্যাতনবিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ স্লোগানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এক ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতনবিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন।

গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক (ইএএলজি) প্রকল্পের আওতায়

উখিয়ায় ১৬ দিনব্যাপী এ ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শ্রাবস্তী রায় বলেন, ‘বাল্যবিবাহ, ধর্ষণ ও যৌন হয়রানিসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধ করতে হবে। কারণ, একটি জাতিকে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করতে হবে।’

এ সময় উখিয়া উপজেলায় নারী নির্যাতনের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে উপস্থিত নারী-পুরুষ ও জনপ্রতিনিধিসহ সবাইকে নারী নির্যাতনবিরোধী শপথবাক্য পাঠ করান ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোরশেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত