Ajker Patrika

আন্দোলন অব্যাহত সক্রিয় ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯: ৩৫
আন্দোলন অব্যাহত  সক্রিয় ছাত্রলীগ

টানা নবম দিনের মতো চলছে শিক্ষার্থীদের হাফ পাসের আন্দোলন। গতকাল রাজধানীর বকশীবাজার, নিউমার্কেট মোড়, সায়েন্স ল্যাব ও ফার্মগেটে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন। গণপরিবহনে সব শিক্ষার্থীর জন্য সরকারি প্রজ্ঞাপন করে হাফ পাস নিশ্চিত করা এবং গণপরিবহনে সব ছাত্র-ছাত্রীর অবাধ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি জানিয়েছেন তাঁরা।

সমাবেশ শেষে ঢাকা কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বেলা ১টার দিকে ঢাকা কলেজের বিপরীত পাশের পেট্রল পাম্পের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেলে একটি গাড়ির ধাক্কা লাগে। গাড়ির চালক ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে চাইলেও তা মেনে নেননি ছাত্রলীগ নেতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ম্যাপললিফ কলেজের শিক্ষার্থী চৌধুরী শামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাগ্‌বিতণ্ডা দেখে এ সময় রাস্তায় গাড়ির লেন ঠিক করা কয়েকজন ছাত্র সেখানে উপস্থিত হয়ে মীমাংসার চেষ্টা করলে একজন নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে লাথি দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাকে মারধর করেন তাঁরা।

মারধরের পর ছাত্রলীগের একটি দল বাঁশ, লাঠি নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে স্কুল ও কলেজের পোশাক পরা শিক্ষার্থীদের মারধর শুরু করে। শিক্ষার্থীরা একত্র হয়ে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিলে তাঁরা ঢাকা কলেজে ঢুকে পড়েন। এ সময় ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ধরে ঢাকা কলেজের ভেতরে নিয়ে আটকে রাখা হয়।

৫ ঘণ্টা পর ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন শেষে ধানমন্ডি আইডিয়ালের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন, তাঁর মোটরসাইকেল ভাঙচুর এবং মোবাইল ফোন নিয়ে যান।

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় বকশীবাজার মোড়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সেখানে বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীদের দেওয়া ৮ দফার আলটিমেটাম শেষে রাস্তায় নামার ঘোষণা থাকলেও কর্তৃপক্ষের বাধার কারণে তাঁরা বের হতে পারেননি। আন্দোলনকারীরা বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেন। সব গণপরিবহনে হাফ পাসের দাবিতে বেলা ১১টায় ফার্মগেটে রাস্তা অবরোধ করেছেন সরকারি বিজ্ঞান ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিতের দাবি জানিয়ে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ৮টি ছাত্র সংগঠন। মধুর ক্যানটিন থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে এসে তারা সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, সরকার শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মুখোমুখি করেছে। ২৯ নভেম্বর সোমবার শাহবাগ অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব, কাঁটাবন, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল সংগঠনসমূহ।

নিউমার্কেট মোড়ের সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, হাফ পাস করার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। হাফ পাস কোনো অযৌক্তিক দাবি নয়। যতগুলো সেবা খাত ছিল, সব মুনাফা খাতে পরিণত হয়েছে। ফলে আজ শিক্ষার্থীদের হাফ পাসের জন্য আন্দোলন করতে হচ্ছে। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দেওয়া দাবি বিবেচনায় নিয়ে মঙ্গলবার বিকেল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক সমিতির সম্মিলিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখানোর পরিপ্রেক্ষিতে হাফ ভাড়া সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আইডি কার্ড দেখানোর শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের বিষয়ে আমরা একমত হয়েছি।’

সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারা দেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর পক্ষে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রীর তথ্য কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত