নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বড় ক্ষতিই হয়ে গেল। প্রতিটি ম্যাচে গড়ে দুজন করে চোটে পড়েছে’—গতকাল বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর হতাশ কণ্ঠে এমনটাই বলেছিলেন এক নির্বাচক। সর্বশেষ দুই সফরে চোটে পড়েছেন বাংলাদেশ দলের সাত-আট ক্রিকেটার। এরই মধ্যে এশিয়া কাপ শেষ তিন খেলোয়াড়ের।
বড় টুর্নামেন্টের আগে দলের নিয়মিত ক্রিকেটারদের এমন চোটাঘাত চিন্তা বাড়াচ্ছে বিসিবির। গতকাল এশিয়া কাপের দল ঘোষণার কথা থাকলেও এখন সেটি আগামীকাল দুপুরে করার চিন্তাভাবনা বোর্ডের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু হাতে থাকা একটি কাগজ তুলে ধরে বলেছিলেন, ‘চোটের তালিকা এত বড় হয়েছে যে সেটা পড়ার জন্য হলেও পরশু (আগামীকাল) আপনাদের সামনে (সাংবাদিকদের) আসতে হবে।’
গত দুই সফরে চোটে পড়েছেন ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। তাঁদের মধ্যে এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন, সোহান ও রাব্বির। বাকিরা চোট থেকে সেরে ওঠায় তাঁদের ঘিরে আপাতত সংশয় নেই। তবে নিয়মিত ক্রিকেটারদের চোটাঘাতের সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকজনের ছন্দ হারিয়ে ফেলা। আর তাতেই বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
গত বৃহস্পতিবার বোর্ড সভায় এশিয়া কাপের জন্য একটি দল তৈরি করে উপস্থাপন করেছিলেন নির্বাচকেরা। দুই দিন না যেতেই দলে একের পর এক চোটাঘাত আর ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সে নতুন করে দল নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জিম্বাবুয়েতেও রান না পাওয়ায় এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখার পক্ষে নন বিসিবির বেশির ভাগ কর্মকর্তা। লিটন-সোহান ছিটকে যাওয়ায় এখন সৌম্য সরকার ও সাব্বির রহমানকেও বিবেচনায় রাখার পরামর্শ তাঁদের। তবে উইন্ডিজে ‘এ’ দলের হয়ে নিজেদের প্রমাণ করতে হবে সৌম্য-সাব্বিরকে। গতকাল ওয়ানডে দলে যোগ দিতে উইন্ডিজে রওনাও দিয়েছেন দুজন।
৮ আগস্ট এশিয়া কাপের দল দেওয়ার কথা ছিল। সময় বাড়িয়ে ১১ আগস্ট দেওয়ার কথা জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। গতকালও দল চূড়ান্ত না হওয়ায় ১৩ আগস্ট আনুষ্ঠানিক দল ঘোষণার কথা বলেছেন নির্বাচকেরা। দল ঘোষণা, অধিনায়ক নির্বাচন ও বোর্ডের কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গতকাল ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসেছিলেন বোর্ড পরিচালক ও নির্বাচকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘এশিয়া কাপ বড় ব্যাপার। দল গোছানো বড় ইস্যু ছিল।’
দল গোছানোর কাজটা দ্রুতই শেষ করতে হচ্ছে বিসিবিকে। আজ বিকেল ৫টায় দেশে ফিরবেন জিম্বাবুয়ে থাকা ওয়ানডে দলের ক্রিকেটাররা। গতকাল রাতে দেশে ফেরার বিমান ধরেছেন তাঁরা। ওয়ানডে দলের খেলোয়াড় হলেও তাঁদের কয়েকজন আছেন এশিয়া কাপের দলেও। দেশে ফিরে সপ্তাহখানেক ছুটি পাবেন তাঁরা। টুর্নামেন্ট শুরুর চার-পাঁচ দিন আগেই আমিরাতে চলে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
এবার এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গত চার এশিয়া কাপের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। বর্তমান রানার্সআপও তারা। সাকিবের বিতর্কিত চুক্তি নিয়ে হইচই, দলে চোটের মিছিল, অধিনায়ক নির্বাচন, ছন্দ হারিয়ে ফেলা, জিম্বাবুয়ের কাছে টানা দুটি সিরিজ হারের হতাশা আর টুর্নামেন্টের কঠিন গ্রুপ—আরেকটি এশিয়া কাপ শুরুর আগেই অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।
‘ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বড় ক্ষতিই হয়ে গেল। প্রতিটি ম্যাচে গড়ে দুজন করে চোটে পড়েছে’—গতকাল বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর হতাশ কণ্ঠে এমনটাই বলেছিলেন এক নির্বাচক। সর্বশেষ দুই সফরে চোটে পড়েছেন বাংলাদেশ দলের সাত-আট ক্রিকেটার। এরই মধ্যে এশিয়া কাপ শেষ তিন খেলোয়াড়ের।
বড় টুর্নামেন্টের আগে দলের নিয়মিত ক্রিকেটারদের এমন চোটাঘাত চিন্তা বাড়াচ্ছে বিসিবির। গতকাল এশিয়া কাপের দল ঘোষণার কথা থাকলেও এখন সেটি আগামীকাল দুপুরে করার চিন্তাভাবনা বোর্ডের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু হাতে থাকা একটি কাগজ তুলে ধরে বলেছিলেন, ‘চোটের তালিকা এত বড় হয়েছে যে সেটা পড়ার জন্য হলেও পরশু (আগামীকাল) আপনাদের সামনে (সাংবাদিকদের) আসতে হবে।’
গত দুই সফরে চোটে পড়েছেন ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। তাঁদের মধ্যে এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন, সোহান ও রাব্বির। বাকিরা চোট থেকে সেরে ওঠায় তাঁদের ঘিরে আপাতত সংশয় নেই। তবে নিয়মিত ক্রিকেটারদের চোটাঘাতের সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকজনের ছন্দ হারিয়ে ফেলা। আর তাতেই বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
গত বৃহস্পতিবার বোর্ড সভায় এশিয়া কাপের জন্য একটি দল তৈরি করে উপস্থাপন করেছিলেন নির্বাচকেরা। দুই দিন না যেতেই দলে একের পর এক চোটাঘাত আর ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সে নতুন করে দল নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জিম্বাবুয়েতেও রান না পাওয়ায় এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখার পক্ষে নন বিসিবির বেশির ভাগ কর্মকর্তা। লিটন-সোহান ছিটকে যাওয়ায় এখন সৌম্য সরকার ও সাব্বির রহমানকেও বিবেচনায় রাখার পরামর্শ তাঁদের। তবে উইন্ডিজে ‘এ’ দলের হয়ে নিজেদের প্রমাণ করতে হবে সৌম্য-সাব্বিরকে। গতকাল ওয়ানডে দলে যোগ দিতে উইন্ডিজে রওনাও দিয়েছেন দুজন।
৮ আগস্ট এশিয়া কাপের দল দেওয়ার কথা ছিল। সময় বাড়িয়ে ১১ আগস্ট দেওয়ার কথা জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। গতকালও দল চূড়ান্ত না হওয়ায় ১৩ আগস্ট আনুষ্ঠানিক দল ঘোষণার কথা বলেছেন নির্বাচকেরা। দল ঘোষণা, অধিনায়ক নির্বাচন ও বোর্ডের কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গতকাল ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসেছিলেন বোর্ড পরিচালক ও নির্বাচকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘এশিয়া কাপ বড় ব্যাপার। দল গোছানো বড় ইস্যু ছিল।’
দল গোছানোর কাজটা দ্রুতই শেষ করতে হচ্ছে বিসিবিকে। আজ বিকেল ৫টায় দেশে ফিরবেন জিম্বাবুয়ে থাকা ওয়ানডে দলের ক্রিকেটাররা। গতকাল রাতে দেশে ফেরার বিমান ধরেছেন তাঁরা। ওয়ানডে দলের খেলোয়াড় হলেও তাঁদের কয়েকজন আছেন এশিয়া কাপের দলেও। দেশে ফিরে সপ্তাহখানেক ছুটি পাবেন তাঁরা। টুর্নামেন্ট শুরুর চার-পাঁচ দিন আগেই আমিরাতে চলে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
এবার এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গত চার এশিয়া কাপের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। বর্তমান রানার্সআপও তারা। সাকিবের বিতর্কিত চুক্তি নিয়ে হইচই, দলে চোটের মিছিল, অধিনায়ক নির্বাচন, ছন্দ হারিয়ে ফেলা, জিম্বাবুয়ের কাছে টানা দুটি সিরিজ হারের হতাশা আর টুর্নামেন্টের কঠিন গ্রুপ—আরেকটি এশিয়া কাপ শুরুর আগেই অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪