সম্পাদকীয়
শিক্ষাবিদ আনিসুজ্জামান তখন লন্ডনে। ঢাকা থেকে খবর পেলেন এপ্রিলের শেষে মেক্সিকো সিটিতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সেমিনারে তিনি আমন্ত্রিত। ঢাকার কেএলএম অফিস থেকে মেক্সিকোর টিকিট সংগ্রহ করতে হবে। আনিসুজ্জামানের স্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন ঢাকা থেকে টিকিট সংগ্রহ করা সম্ভব নয়। তখন লন্ডনের কেএলএম অফিস থেকে টিকিট সংগ্রহ করতে বলা হলো।
মেক্সিকোতে সেবারই প্রথম যাবেন আনিসুজ্জামান।
স্বভাবতই নতুন দেশ দেখার উত্তেজনা মনে। তিনি লন্ডনের মেক্সিকো দূতাবাসে গেলেন ভিসা সংগ্রহের জন্য। দূতাবাসে গিয়ে বিপদে পড়লেন। বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক সম্পর্ক নেই। সুতরাং বাংলাদেশের কোনো নাগরিককে মেক্সিকো ভিসা দিতে পারে না। দূতাবাসের কর্মচারীরা সে কথাই জানালেন।
আনিসুজ্জামান গেলেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে। সেখানে ডেপুটি হাইকমিশনার বললেন, ‘আমি একটা ডিও লিখে দিচ্ছি মেক্সিকোর রাষ্ট্রদূতকে। তাতে কাজ হবে কি না, বলা যাচ্ছে না।’
সেই চিঠি নিয়ে আনিসুজ্জামান আবার গেলেন মেক্সিকান দূতাবাসে। আনিসুজ্জামানকে দেখে বিরক্ত হন দূতাবাসের কর্মীরা। বাংলাদেশের পাসপোর্টধারীকে তো ভিসা দেওয়া সম্ভব নয়। তারপরও কেন তিনি এসেছেন? শেষ চেষ্টা হিসেবে আনিসুজ্জামান দূতাবাসের কর্মচারীকে বলেন, ‘আমি কি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারি?’
কর্মীটি কিছুক্ষণ ভেবে তারপর বলেন, ‘জেনে আসি, তিনি দেখা করবেন কি না। তবে মনে রাখবেন, তিনিই আপনার শেষ আদালত।’
সে তো বটেই। এখান থেকে ফিরে আসতে হলে কেএলএমের টিকিটটা শুধু শোভা বর্ধন করবে। আর কিছুই হবে না।
রাষ্ট্রদূত দেখা করতে সম্মত হলেন। আনিসুজ্জামান ঢুকলেন তাঁর ঘরে। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের চিঠিটি পড়ে রাষ্ট্রদূত প্রথমেই জিজ্ঞেস করলেন, ‘তুমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? তাহলে তো তোমার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়!’ এরপর ফোনে স্প্যানিশ ভাষায় কার সঙ্গে যেন কথা বললেন। আনিসুজ্জামানকে বললেন, ‘তোমাকে খানিক অপেক্ষা করতে হবে—ভিসার জন্য যতক্ষণ লাগে!’
করমর্দন করে নিজেই দরজা খুলে দিলেন রাষ্ট্রদূত।
সূত্র: আনিসুজ্জামান, বিপুলা পৃথিবী, পৃষ্ঠা ২৩৩
শিক্ষাবিদ আনিসুজ্জামান তখন লন্ডনে। ঢাকা থেকে খবর পেলেন এপ্রিলের শেষে মেক্সিকো সিটিতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সেমিনারে তিনি আমন্ত্রিত। ঢাকার কেএলএম অফিস থেকে মেক্সিকোর টিকিট সংগ্রহ করতে হবে। আনিসুজ্জামানের স্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন ঢাকা থেকে টিকিট সংগ্রহ করা সম্ভব নয়। তখন লন্ডনের কেএলএম অফিস থেকে টিকিট সংগ্রহ করতে বলা হলো।
মেক্সিকোতে সেবারই প্রথম যাবেন আনিসুজ্জামান।
স্বভাবতই নতুন দেশ দেখার উত্তেজনা মনে। তিনি লন্ডনের মেক্সিকো দূতাবাসে গেলেন ভিসা সংগ্রহের জন্য। দূতাবাসে গিয়ে বিপদে পড়লেন। বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক সম্পর্ক নেই। সুতরাং বাংলাদেশের কোনো নাগরিককে মেক্সিকো ভিসা দিতে পারে না। দূতাবাসের কর্মচারীরা সে কথাই জানালেন।
আনিসুজ্জামান গেলেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে। সেখানে ডেপুটি হাইকমিশনার বললেন, ‘আমি একটা ডিও লিখে দিচ্ছি মেক্সিকোর রাষ্ট্রদূতকে। তাতে কাজ হবে কি না, বলা যাচ্ছে না।’
সেই চিঠি নিয়ে আনিসুজ্জামান আবার গেলেন মেক্সিকান দূতাবাসে। আনিসুজ্জামানকে দেখে বিরক্ত হন দূতাবাসের কর্মীরা। বাংলাদেশের পাসপোর্টধারীকে তো ভিসা দেওয়া সম্ভব নয়। তারপরও কেন তিনি এসেছেন? শেষ চেষ্টা হিসেবে আনিসুজ্জামান দূতাবাসের কর্মচারীকে বলেন, ‘আমি কি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারি?’
কর্মীটি কিছুক্ষণ ভেবে তারপর বলেন, ‘জেনে আসি, তিনি দেখা করবেন কি না। তবে মনে রাখবেন, তিনিই আপনার শেষ আদালত।’
সে তো বটেই। এখান থেকে ফিরে আসতে হলে কেএলএমের টিকিটটা শুধু শোভা বর্ধন করবে। আর কিছুই হবে না।
রাষ্ট্রদূত দেখা করতে সম্মত হলেন। আনিসুজ্জামান ঢুকলেন তাঁর ঘরে। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের চিঠিটি পড়ে রাষ্ট্রদূত প্রথমেই জিজ্ঞেস করলেন, ‘তুমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? তাহলে তো তোমার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়!’ এরপর ফোনে স্প্যানিশ ভাষায় কার সঙ্গে যেন কথা বললেন। আনিসুজ্জামানকে বললেন, ‘তোমাকে খানিক অপেক্ষা করতে হবে—ভিসার জন্য যতক্ষণ লাগে!’
করমর্দন করে নিজেই দরজা খুলে দিলেন রাষ্ট্রদূত।
সূত্র: আনিসুজ্জামান, বিপুলা পৃথিবী, পৃষ্ঠা ২৩৩
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫