Ajker Patrika

শাহরুখের লক্ষ্য বিদেশের বাজার

শাহরুখের লক্ষ্য বিদেশের বাজার

‘পাঠান’ নিয়ে বেশ বিপাকেই আছেন শাহরুখ খান। গান প্রকাশের পর থেকেই বয়কটের হুমকি আসছে চারদিক থেকে। প্রথম দিকে শুধু হুমকির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, সেটা গড়াচ্ছে সহিংসতার দিকে। চার বছর পর সিনেমা হলে ফিরে এমন পরিস্থিতির মুখে যে তাঁকে পড়তে হবে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন শাহরুখ। তাই তিনিও ভিন্ন ছক কষে রেখেছেন।

সিনেমার ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার বরাবরই শাহরুখ খানের জন্য লাভজনক ছিল। তাঁর ‘যাব হ্যারি মেট সেজাল’ ও ‘জিরো’ ভারতে ফ্লপ করলেও বিদেশের বাজারে মন্দ ব্যবসা করেনি। ‘পাঠান’ সিনেমা নিয়েও তাই বিদেশের বাজারে জোর প্রচার চালাচ্ছেন অভিনেতা। জার্মানি, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশেই ইতিমধ্যে ‘পাঠান’-এর অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে।

ফুটবল বিশ্বকাপের সময় কাতারে গিয়ে সিনেমার প্রচার করেছিলেন শাহরুখ। কয়েক দিন আগে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘পাঠান’-এর ট্রেলার দেখানো হয়। সেখানে শাহরুখ নিজেও উপস্থিত ছিলেন। ভক্তদের সঙ্গে কথা বলেছেন, সিনেমার সংলাপ আওড়েছেন, নেচেছেন সিনেমার গান ‘ঝুমে জো পাঠান’-এর সঙ্গে।

ভারতে যেভাবে কট্টর হিন্দুত্ববাদীরা ‘পাঠান’-এর বিরুদ্ধে সরব হয়েছেন, তাতে মোটেই ঝুঁকি নিতে চাচ্ছেন না অভিনেতা। তাই নিজের দেশে প্রচারণা চালানোর পাশাপাশি শাহরুখ গুরুত্ব দিচ্ছেন বিদেশকে। কয়েক দিন আগে টুইটারে ‘আস্ক এসআরকে’ নামে একটি সেশনের আয়োজন করেন শাহরুখ। ভক্তরা নানা প্রশ্ন করেছেন, শাহরুখও উত্তর দিয়েছেন খোলামনে। সেখান থেকেই জানা গেছে, বয়কটের হুমকির পাল্টা জবাব দিতে প্রস্তুত শাহরুখভক্তরাও।

শাহরুখের ফ্যান ক্লাব থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, মুক্তির প্রথম দিনেই ভারতের ২০০টি শহর থেকে ৫০ হাজার ভক্ত ‘পাঠান’ দেখবেন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে পাঠান। সেদিনই বোঝা যাবে, এত বাধা পেরিয়ে কতটা সাফল্য ছিনিয়ে আনতে পারেন বলিউড বাদশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত