Ajker Patrika

ইউপি সচিবের ওপর হামলার ঘটনায় মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ১৫
ইউপি সচিবের ওপর হামলার ঘটনায় মামলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন কাদেরের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় হারবাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক (এফপিআই) নাছির উদ্দিনকে আসামি করা হয়েছে। গত শনিবার রাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় হারবাং বাজারে ওই হামলার ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী হারবাং ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের বলেন, ‘গত মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য হারবাং বাজারে ডিলার প্রণব কান্তি দাশের দোকান তদারকির জন্য যাই। এর সপ্তাহখানেক আগে এক ব্যক্তির খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড হারানোর বিষয়ে আমাকে ফোন করেছিলেন। তখন বলেছিলাম, কার্ড হারিয়ে গেলে থানায় জিডি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে আবার কার্ড ইস্যু করা হবে।’

মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের আরও বলেন, ‘ওই দিন চাল বিতরণে গেলে ক্ষিপ্ত হয়ে আমাকে মানুষের সামনে গালমন্দ করে কিল-ঘুষি মারে। পরে ইট দিয়ে আমার বুকে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি।’

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘হারবাং ইউপি সচিবকে হামলার ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়। তদন্ত করে ঘটনার সত্যতা পেয় তা মামলা হিসেবে নেওয়া হয়েছে। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত