Ajker Patrika

টাকার লোভে নারীকে হেনস্তা, ভিডিও ধারণ

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১২
টাকার লোভে নারীকে হেনস্তা, ভিডিও ধারণ

টাকার লোভে কানাইঘাটে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে যৌন হেনস্তা ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন তাঁর নাতি ও ভাতিজারা। গত সোমবার রাত সাড়ে ১০টায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে চারজনের নামে মামলা করেন ওই নারী।

মামলার পর থেকে আসামিদের ধরতে অভিযান চালিয়েছে কানাইঘাট থানা-পুলিশ। ৎমামলায় অভিযুক্তরা হলেন জব্বার (২২), আব্দুল্লাহ (৩৮) ও সাইদুল্লাহ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগস্ট এ ঘটনা ঘটে। তবে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনা জানতে পেরে হেনস্তার শিকার নারীকে থানায় নিয়ে তাঁর বক্তব্য লিপিবদ্ধ করে। তখন ওই নারীকে যারা হেনস্তা করে ভিডিও করেছেন, তাঁদের একজন তাঁর নাতি ও তিনজন তাঁর ভাতিজা। তাঁর প্রবাসী ছেলেদের কাছ থেকে টাকা আদায়ের জন্য এই তারা এই কাজ করেছেন বলে তিনি জানান।

পুলিশ আরও জানায়, হেনস্তার শিকার নারীর দুই ছেলে দুবাই প্রবাসী। বাড়িতে তিনি একাই থাকতেন। ২৯ আগস্ট বাড়িটি তালা মেরে তাঁর বাবার বাড়িতে চলে যান। বাবার বাড়িতে চলে যাওয়ার কারণ জানতে গিয়ে আত্মীয়রা ওই নারীর মুখে হেনস্তার শিকার ও ভিডিও ধারণের ঘটনাটি শোনেন।

এরপর প্রবাস থেকে তাঁর দুই ছেলে জানিয়েছেন, ভিডিওটি তাঁদের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন অভিযুক্ত নাতি ও ভাতিজারা। পরে অভিযুক্তদের কিছু টাকা দিয়ে ওই ভিডিওটি সংগ্রহ করেন ওই নারীর স্বজনেরা। কিন্তু অভিযুক্তরা ভিডিওর কপি রেখে দেন ও পরে সেটা ফেসবুকে ছড়িয়ে দেন।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, যে চারজন ওই নারীকে হেনস্তা করেছে তাদের শনাক্ত করা হয়েছে। টাকার লোভেই তারা এই কাজ করেছে। তাদের ধরার জন্য সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা অভিযান পরিচালিত হয়েছে। ওই অভিযানে আমি নিজেও ছিলাম। এখনো পুলিশের দুটি টিম আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত