Ajker Patrika

শীতের আগমনে বাড়ছে লেপ-তোশকের কদর

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ৩৭
শীতের আগমনে বাড়ছে  লেপ-তোশকের কদর

কয়েক দিন ধরে হালকা শীত পড়তে শুরু করেছে। তবে পুরোপুরি শীত এখনো শুরু হয়নি। এরই মধ্যে ভোলার লালমোহন উপজেলার হাট-বাজারে লেপ-তোশক তৈরির ধুম পড়েছে। শীতের আগমনকে কেন্দ্র করে লেপ-তোশকের কদর বাড়ায় ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা।

বাহারি রঙের লেপ-তোশক পসরা সাজিয়ে রাখা হয়েছে দোকানে। কেউ বা অর্ডার নিয়ে তৈরি করছেন। কারও যেন দম ফেলার ফুরসত নেই। বেচাকেনাও চলছে বেশ ভালো।

শীতের শুরুতে ক্রেতাদের চাপ বেড়ে যাওয়ায় খুশি বিক্রেতারা। হাসি ফুটছে লেপ-তোশকের কারিগরদের মুখে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বেড়ে যাচ্ছে। কেউ পুরাতন পর্যবেক্ষণে নতুন করে তৈরি করছেন, কেউ বা নতুন করে তৈরি করছেন। স্থানীয়রা নিজের ও পরিবারের সদস্যদের জন্য সাধ্যমতো লেপ-তোশক সংগ্রহ করছেন। অগ্রিম বায়না নিচ্ছেন কেউ কেউ।

লালমোহন উপজেলার গজারিয়া বাজারের ব্যবসায়ী শাহরিয়ার জামিল বলেন, ‘শীত মৌসুম এলেই লেপ-তোশকের চাহিদা বেড়ে যায়। তাই শীতের মৌসুম চলে লেপ-তোশক বেচাকেনা করে। আমাদের অর্ডার বেড়ে যায়। কম্বলের চেয়ে লেপ-তোশকের বিক্রি হচ্ছে বেশি। এর আমেজও আলাদা।’

কারিগর বা দরজি শাহে আলম বলেন, ‘বছরের অন্য সময় কাজের চাপ কম থাকে কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে আমাদের অর্ডারও বেড়ে যাচ্ছে। আমরা বেশি লাভবান হচ্ছি।’

ক্রেতা সোহেল হাওলাদার বলেন, ‘এই শীতে আমরাও লেপ-তোশক কেনার জন্য চলে আসছি। শীতে লেপ-তোশক সবচেয়ে আরামদায়ক বস্ত্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত