Ajker Patrika

মৈত্রী দিবসের ৫০ বছর উপলক্ষ্যে শোভাযাত্রা

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ১১
মৈত্রী দিবসের ৫০ বছর উপলক্ষ্যে শোভাযাত্রা

মৈত্রী দিবসের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে পাবনায় ওয়ান বাংলাদেশের উদ্যোগে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক ও পুলিশ লাইন চত্বর প্রদক্ষিণ করে জেলা পরিষদ বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, ওয়ান বাংলাদেশ পাবনা জেলা কমিটির সভাপতি সোহেল হাসান শাহীন ও সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ওয়ালিউল্লাহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ইমরোজ খোন্দকার বাপ্পিসহ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বন্ধুদেশ ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৭১ সালের ৬ ডিসেম্বর। ১৯৭১ মিত্রবাহিনী তথা বাংলাদেশের বিজয় এবং ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ৫০ তম বছরকে স্মরণীয় করে রাখতে ‘ওয়ান বাংলাদেশ’ একযোগে বাংলাদেশের ২৫টি জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত