Ajker Patrika

ইসলামে চরিত্রবানের মর্যাদা

মুফতি খালিদ কাসেমি
ইসলামে চরিত্রবানের মর্যাদা

উন্নত চরিত্র ও উত্তম গুণাবলির চর্চা ইসলামের মৌলিক শিক্ষাগুলোর অন্যতম। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে যেসব মহান উদ্দেশ্যে নশ্বর এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এর মধ্যে অন্যতম হলো মানুষের চারিত্রিক ও আধ্যাত্মিক সংশোধন এবং মানুষের সুকুমারবৃত্তির বিকাশ ও উন্নতিসাধন। নবী (সা.) এরশাদ করেন, ‘উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি।’ (মুয়াত্তা মালেক)

উন্নত চরিত্র ও উত্তম গুণাবলির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বহু হাদিসে বর্ণিত হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘সবচেয়ে চরিত্রবান ব্যক্তিই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ।’ (তিরমিজি)

উত্তম চরিত্রের কারণে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহর অধিক নিকটবর্তী।’ (তাবারানি)

সচ্চরিত্রের কারণে কেয়ামতের দিন রাসুলুল্লাহ (সা.)-এর নৈকট্য অর্জিত হবে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘তোমাদের যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম, তোমাদের মধ্যে সে-ই আমার কাছে সর্বাধিক প্রিয় এবং কেয়ামতের দিন আমার খুবই কাছে থাকবে।’ (তিরমিজি)

উন্নত চরিত্র ইমানের পূর্ণতার আলামত। হাদিসে এরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হচ্ছে সে, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। যেসব লোক নিজেদের স্ত্রীদের কাছে উত্তম, তারাই তোমাদের মধ্যে অতি উত্তম।’ (তিরমিজি)

কেয়ামতের দিন নেক আমলগুলোর মধ্যে সচ্চরিত্রের ওজন সবচেয়ে ভারী হবে। নবী (সা.) বলেন, ‘সচ্চরিত্র ও সদাচারই দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী হবে।’ (তিরমিজি)

উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ দিনে রোজাদার ও রাতে তাহাজ্জুদ আদায়কারীর মতো সওয়াব অর্জন করতে পারে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনের রোজাদার ও রাতের তাহাজ্জুদ আদায়কারীর সমান মর্যাদা লাভ করতে পারে।’ (মুসতাদরাকে হাকিম) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত