Ajker Patrika

তেলের দাম পুনর্বিবেচনার চিন্তা চলছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৪: ১৭
তেলের দাম পুনর্বিবেচনার  চিন্তা চলছে

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিটি ক্ষেত্রে এ বাহিনীর সদস্যরা সব সময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন।’

গতকাল রোববার গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। পরে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন তিনি।

মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীতেই জ্বালানি তেলের দাম বেড়েছে। আমাদের চেয়ে ভারতে পেট্রল ও কেরোসিনের দাম বেশি। আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তেলের দাম নিয়ে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করার চিন্তা করছে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত