Ajker Patrika

প্রার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ৫৬
প্রার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

নির্বাচনে সহিংসতা ঠেকাতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। গত বৃহস্পতিবার বিকেলে অষ্টধার এবং কুষ্টিয়া ইউনিয়নে এই মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় ওসি শাহ কামাল বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন সব প্রস্তুতি নিয়েছে। আপনারা একই এলাকার মানুষ, একজন আরেক জনের আত্মীয়। নির্বাচন নিয়ে আবেগী না হয়ে সুষ্ঠুভাবে ভোট দেবেন। আমরা আশা করি, নির্বাচন নিয়ে আপনারা কোনো প্রকার সহিংসতায় জড়াবেন না।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউদ্দিন, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।

প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর জেলা সদর, মুক্তাগাছা ও ত্রিশালে ভোটগ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত