Ajker Patrika

ভালোবাসার ‘পাঁচফোড়ন’-এ সাব্বির-শিমু

ভালোবাসার ‘পাঁচফোড়ন’-এ সাব্বির-শিমু

প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে প্যাকেজ অনুষ্ঠান ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমান এবং অবশেষে গড়ে ওঠে প্রেম। এভাবেই এগিয়েছে এবারের পাঁচফোড়নের গল্প। প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তারকা মীর সাব্বির ও সুমাইয়া শিমু। তাঁদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্টিং।

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে তিনটি। গানগুলো গেয়েছেন সুমী শবনম, দিনাত জাহান মুন্নী ও শান্তি। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর ভাটেরখীল গ্রামে ১৩০ বছর ধরে শীতকাল এলেই গ্রামের কয়েক হাজার মানুষকে একদিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হয়। এই অভিনব উদ্যোগের ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন।

এ ছাড়া ‘ভালোবাসা’ নিয়ে বিভিন্ন আঙ্গিকে মজাদার নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, শাহেদ আলী, জামিল হোসেন, সাদিয়া তানজিন, হাশিম মাসুদ, তারিক স্বপন, নজরুল ইসলাম, সুজাত শিমুল, সুবর্ণা মজুমদার, সাজ্জাদ সাজু, মোনালিসা দীপা, মতিউর রহমান, সাবরিনা নিসা, সিলভিয়া কুইয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে। পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত