Ajker Patrika

হবিগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ৩৭
হবিগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়ায় সড়কে গাছ ফেলে দুই ব্যক্তিকে বেঁধে রেখে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে গেছে ডাকাতদল। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতদলের কবলে পড়া তৌহিদ মিয়া সদর উপজেলার এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। তিনি ও তাঁর আত্মীয় বাবুল মিয়া মোটরসাইকেলে যাওয়ার সময় ডাকাতদলের কবলে পড়েন।

তৌহিদ মিয়া বলেন, বাবুল মিয়ার মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তিনি। তাঁরা হবিগঞ্জ শহর থেকে গরুর বাজার হয়ে কাশিপুরে যাচ্ছিলেন। পথে ওয়াপদারবান্দ এলাকায় ৫ থেকে ৬ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় দুজনের হাত ও মুখ বেঁধে তাঁদের সঙ্গে থাকা মোটরসাইকেল, দুটি মোবাইল ফোনসেট ও ৭২০০ টাকা নিয়ে যায়। তবে যাওয়ার সময় ডাকাতেরা দুজনের মুখের বাঁধন খুলে দিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, নবনির্বাচিত ইউপি সদস্য মুঠোফোনে ডাকাতির খবর থানায় জানিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত