Ajker Patrika

বিতর্কিত বক্তব্য দেওয়ায় সাবেক চেয়ারম্যান আটক

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৯: ৩২
বিতর্কিত বক্তব্য দেওয়ায় সাবেক চেয়ারম্যান আটক

নড়াইল সদর উপজেলার একটি হিন্দুধর্মের অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখকে আটক করা হয়েছে। তিনি গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। পরে গত বুধবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে তাঁকে সদরের গোবরা এলাকার বাড়ি থেকে আটক করা হয়। উজ্জ্বলকে আটকের প্রতিবাদে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েক শ মানুষ নড়াইল সদর উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে মানববন্ধন শুরু করলে প্রশাসনের হস্তক্ষেপ তারা ফিরে যায়।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে গোবরা সাহা পাড়ায় বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠান হয়। সেখানে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সাহা পাড়ার প্রবীণ বাসিন্দা সমাজসেবক প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ উপস্থিত ছিলেন। একপর্যায়ে উজ্জ্বল শেখ মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন কথা বলার ফাঁকে হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরবর্তীতে শৈলেন্দ্রনাথ সাহা বক্তব্য দেওয়ার সময় এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘এ দেশ যুদ্ধ করে স্বাধীন করেছি। এ দেশে আমরা বড় বড় চাকরি করছি। আর ভারতে গেলে হয়তো আমরা পিয়ন হতাম, এ দেশে স্ব অধিকার নিয়ে বেঁচে আছি।’ এ সময় উজ্জ্বল শেখের সঙ্গে তাঁর তর্কে হয়।

এ সময় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের কাছে উজ্জ্বল শেখের পরাজিত হওয়ার পেছনে শৈলেন্দ্রনাথসহ স্থানীয় অনেকের নাম বলেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার পর রাত ১২টার দিকে সদর থানা-পুলিশ উজ্জ্বলকে বাড়ি থেকে আটক করে। এদিকে উজ্জ্বলের লোকজন এলাকায় মাইকের মাধ্যমে উজ্জ্বলকে ছাড়ানোর জন্য নড়াইল শহরে আসার জন্য চাপ দিতে থাকে এবং কয়েকশ লোক শহরে জড়ো হয়।

এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, ‘আমি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। কথাটি কোনো খারাপ উদ্যেশ্য নিয়ে বলিনি। অর্থ না বুঝে বলে ফেলেছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উজ্জ্বল শেখের বক্তব্যে উপস্থিত সবার মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি যাতে আর বেশি দূরে না গড়ায় সে জন্য তাঁকে আমরা আটক করেছিলাম। পরে উজ্জ্বল শেখ সদর থানায় প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা ও সহকারি উপপরিদর্শক প্রবীর কুমার রায়ের কাছে ভুল স্বীকার করলে তাঁকে পরদিন মুক্তি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত