Ajker Patrika

আঁখির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫৩
আঁখির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদা খানম আঁখির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আঁখির স্বামী আইনজীবী আনিসুল ইসলাম যৌতুক না পেয়ে নির্যাতনের মাধ্যমে তাঁকে নির্মমভাবে হত্যা করেছেন। তাই তাঁর ফাঁসি দিতে হবে। যাতে এমন নির্মম ও অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না হয়।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর নগরীর একটি হাসপাতালে মারা যান গৃহবধূ মাহমুদা খানম আঁখি। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্বামীকে।

আঁখিরের পরিবারের দাবি, আঁখিকে তাঁর স্বামী নির্যাতন করে হত্যা করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন আঁখির মামা আশরাফ আলী, যুবলীগ নেতা এম মনছুর আলী, আব্দুল আজিজ, কাউন্সিলর রুজিয়া সোলতানা রুজি, যুবলীগ নেতা আব্দুল অদুদ লেদু, কায়েশ সরোয়ার সুমন, হামিদ হোসেন, বেলাল উদ্দিন, এম আউয়াল টিপু, শাহেদুল ইসলাম, কাজী সাহাব উদ্দীন, রাজিব, মোহাম্মদ কাইছার, মিনহাজ উদ্দিন রুবেল, ফখরুল ইসলাম রবিন, মো. মহিউদ্দিন, মো. শহিদ, আরিফুল ইসলাম, মিজান, ইফতেখার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত