Ajker Patrika

‘প্রেম প্রীতির বন্ধন’ শেষে অপু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩: ৪৫
‘প্রেম প্রীতির বন্ধন’ শেষে অপু

গত বছরের মে মাসে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে কাজ শুরু করেন অপু বিশ্বাস। ১৭ মে হয় মহরত। এরপর টানা ১২ দিন শুটিং। তাঁর বিপরীতে জয় চৌধুরী। ব্যক্তিগত জীবনের নানা জটিলতা সামলে অপু তখন ধীরে ধীরে কাজে ব্যস্ত হচ্ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে কয়েকটি তুলনামূলক কম বাজেটের ছবিতে অভিনয় করেন। এরপর হাতে আসে ‘প্রেম প্রীতির বন্ধন’।

ছবিটি নিয়ে অপু যে কত উচ্ছ্বসিত, সেটা আরও ভালোভাবে বোঝা যায়, পাবনার ঈশ্বরদীতে শুটিংয়ের সময়। বড় আয়োজনে গানের শুটিং হয়েছিল সেখানে। অপু বলেছিলেন, ‘২০১২ সালের পর এই প্রথম এ ছবিতে একটি গানে এত বেশি অ্যারেঞ্জমেন্ট পেলাম। এর আগে বড় আয়োজনের ছবিতে কাজ করেছি। কিন্তু মনে হতো, আরেকটু বেশি অ্যারেঞ্জমেন্ট হলে ভালো হতো।’

অবশেষে ‘প্রেম প্রীতির বন্ধন’-এর শুটিং শেষ হচ্ছে। গতকাল থেকে অপু আবারও সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। সব ঠিকঠাক থাকলে আজ শেষ হবে অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’ অধ্যায়। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেক এগিয়ে গেছে। বাকি কাজ শেষ করে এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতার।

‘প্রেম প্রীতির বন্ধন’ ছাড়াও অপু বিশ্বাসের আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আছে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’।

চলচ্চিত্র ছাড়াও অপু বিশ্বাস নিয়মিত বিভিন্ন পণ্যের প্রচারণায় অংশ নেন। সম্প্রতি তিনি আলভী রায়হান সীমান্তর পরিচালনায় কাজ করেছেন নতুন একটি বিজ্ঞাপনে। গত শুক্রবার সারা দিন এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং করেছেন অপু। গৌতম সাহার কোরিওগ্রাফিতে বিজ্ঞাপনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বারিশা হক। জানা গেছে, ভাষার মাসে প্রচারে আসবে অপুর নতুন এই বিজ্ঞাপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত