Ajker Patrika

অধিকার নিশ্চিত করতে পৃথক ভূমি কমিশন দাবি

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৫
অধিকার নিশ্চিত করতে পৃথক ভূমি কমিশন দাবি

সমতল বনভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে পৃথক ভূমি কমিশনের দাবি তুলেছেন নেতারা। গতকাল বৃহস্পতিবার মধুপুরের বিএডিসি মিলনায়তনে অনুষ্ঠিত ‘মধুপুর অঞ্চলে আদিবাসীদের ভূমি ও বনের ওপর অধিকার’ শীর্ষক মত বিনিময় সভা এই দাবি তুলে ধরা হয়।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আদিবাসী কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম, আচিক মিচিক সোসাইটি ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পিউ ফিলোমিনা ম্রং, অরণখোলা ইউপি চেয়ারম্যান আ. রহিম, বেরিবাইদ ইউপি চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, দোখলা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা ইউলিয়াম দাজেল, মধুপুর কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মণ প্রমুখ।

মতবিনিময় সভায় মধুপুর অঞ্চলের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ইতিহাস খ্যাত মধুপুর শালবন, সামাজিক বনায়ন, পর্যটন, জীব বৈচিত্র্যসহ স্থানীয় বসবাসকারী গারো সম্প্রদায়ের ভূমি ও বনের ওপর তাঁদের অধিকার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বনের দোখলা কটেজ নির্মাণ ও লেক খননের বিষয়ে নানাদিক তুলে ধরে আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত