Ajker Patrika

নৌকা পেয়েও ইস্তফা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ০৫
নৌকা পেয়েও ইস্তফা

কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইকবাল হোসেন বাহালুল সরে দাঁড়িয়েছেন। তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও তিনি তা জমা দেননি। এতে এই ইউপিতে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন হাসান রফি রাজু। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় কাউন্সিলের মাধ্যমে মনোনীত প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠায় উপজেলা আওয়ামী লীগ। এ তালিকায় ছিলেন না ইকবাল হোসেন বাহালুল। তাঁর বদলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রফি রাজুর নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে ইকবাল হোসেন বাহালুলকে মনোনয়ন দেওয়া হয়। বাহালুল বর্তমান ইউপি চেয়ারম্যান পদে রয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইকবাল হোসেন বাহালুল বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নৌকা প্রতীক পেয়েছি। তারপরও নির্বাচন করব না। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি। এ ইউপিতে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হবে।’

মনোনয়নপত্র জমা দেওয়া হাসান রফি রাজু বলেন, ‘তৃণমূল আওয়ামী লীগ সম্মেলনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে। তৃণমূল আওয়ামী লীগ যেহেতু আমাকে নির্বাচিত করেছে তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। শুনেছি, নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচন করবেন না। তাই আমি ছাড়া এ ইউপিতে কোনো প্রার্থী নেই।’

এদিকে উপজেলা আওয়ামী লীগ থেকে পাঠানো ছয়জনের মধ্যে দলটির মনোনয়ন পাননি কালিরবাজার ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী। এই ইউপিতে নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার বলেন, ‘আমরা দলীয় প্রার্থী নির্বাচনে ছয়টি ইউপিতে সম্মেলন করেছি। সেখান থেকে নির্বাচিত ছয়জনের তালিকা কেন্দ্রে পাঠিয়েছি। এর মধ্যে চারজন নৌকা প্রতীক পেয়েছেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বাকি দুজনের বিষয়ে সমন্বয়ের চেষ্টা করছি।’

গত বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জগন্নাথপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ, জসিম উদ্দিন তালুকদার, আবু বক্কর সিদ্দিক। দুর্গাপুর উত্তর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, এয়াকুব আলী, দুর্গাপুর দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল হক, হুমায়ূন কবির, আমড়াতলী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মোজাম্মেল হক, কাজী নজরুল ইসলাম, রুবেল আহম্মেদ, কালিরবাজার ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ও সেকান্দর আলী, কামাল হোসেন এবং পাঁচথুবি ইউপিতে হাসান রফি রাজু। আগামী ২৬ ডিসেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত