Ajker Patrika

ওষুধের দোকানিই দিতেন ব্যবস্থাপত্র

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ৫৩
ওষুধের দোকানিই দিতেন ব্যবস্থাপত্র

ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান ও হাড় ভাঙা চিকিৎসালয়কে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা নেতৃত্ব দেন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া, উপজেলা স্যানিটারি পরিদর্শক পারভীন সুলতানা ও থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজারে মা মেডিকেল হলের স্বত্বাধিকারী এম এ হাশেম (৩৭) চিকিৎসক না হয়েও রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। অভিযানে তাঁর কাছে একাধিক ব্যবস্থাপত্র পাওয়া গেছে। এ সময় বিএমডিসি আইন অনুযায়ী এম এ হাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া টাটেরা বাজারে টাটেরা হাড় ভাঙা চিকিৎসালয়ে অনুমোদনহীন ভাবে এক্স-রে মেশিন চালানো, মেডিকেল টেকনোলজিস্ট না হয়েও মেডিকেল টেকনোলজিস্ট পরিচয় দেওয়া, এক্স-রে কক্ষের জন্য প্রয়োজনীয় সতর্কতা পদক্ষেপ না নেওয়ার কারণে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. কামাল উদ্দিন ভূঁইয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এই চিকিৎসালয়ে এক্স-রে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।

এ ধরনের অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সোহেল রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত