Ajker Patrika

ধানের দামে খুশি কৃষক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ৩৫
ধানের দামে খুশি কৃষক

চট্টগ্রামের ফটিকছড়ির বাজারে আমন ধান বিক্রি শুরু করেছেন কৃষক। প্রতি আড়ি (১৬ কেজি) মোটা জাতের ধান বাজারে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। কৃষকেরা জানান, এই দামে ধান বিক্রি করে তাঁরা খুশি। উৎপাদন খরচ মিটিয়ে গত বছরের চেয়ে বেশি লাভের আশা করছেন তাঁরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় চলতি মৌসুমে ২১ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। বর্তমানে উপজেলার প্রায় সব এলাকার ধান পরিপক্ব হয়ে গেছে। কৃষকেরা ধান কাটা ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার হারুয়ালছড়ি গ্রামের কৃষক মো. আজিজুল হক বলেন, কয়েক বছর ধরে ধান চাষ করে লোকসান গুনছেন তিনি। এবার তাঁর ধানের ফলন ভালো হয়েছে। বাজারে যে দামে বিক্রি হচ্ছে এতে তিনি সন্তুষ্ট। এ দামে মৌসুম পার করতে পারলে যথেষ্ট লাভের আশা তাঁর।

আজিজুল হক আরও জানান, গত কয়েক বছরে এই সময়ে ধান বিক্রি করেছেন ২০০ থেকে ২২০ টাকায়, এমনটা জানান এই চাষি।

দৌলতপুর গ্রামের কৃষক মুন্সি মিয়া বলেন, এবার ৪০ শতক জমিতে আমন ধান চাষ করতে তাঁর খরচ হয়েছে ১০ হাজার ৫০০ টাকা। ইতিমধ্যে ধান পেয়েছেন ১০৫ আড়ি। তিনি প্রতি আড়ি ধান ৩০০ টাকা করে বিক্রি করে ৩১ হাজার ৫০০ টাকা পেয়েছেন। অপর দিকে ধানের খড় বিক্রি করেও আয় হবে। খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘এই দামটা থাকলে কৃষক ভালো থাকবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘সঠিক সময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এবার দাম তুলনামূলক বেশি পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটছে।’

কৃষি অফিস যথাসময়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত