Ajker Patrika

ভোটের আগে রণক্ষেত্র পরৈকোড়া ইউনিয়ন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৩: ৪৯
ভোটের আগে রণক্ষেত্র পরৈকোড়া ইউনিয়ন

চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, যুবলীগের নেতা জালাল উদ্দিনসহ ১৫ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা নৌকার পদপ্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের সমর্থক বলে জানা গেছে। এ সময় হামলাকারীরা ১০টিরও অধিক মোটরসাইকেল ভাঙচুর ও দুটিতে অগ্নিসংযোগ করে।

গত সোমবার সন্ধ্যা ৭টায় পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট এলাকায় এ ঘটনা ঘটে। তার আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) নাজিম উদ্দিন সুজনের ওপর নৌকার পদপ্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের সমর্থকেরা হামলা করেছে বলে অভিযোগ ওঠে। তারই জের ধরে স্বতন্ত্রপ্রার্থীর কয়েক শতাধিক সমর্থক লাঠিসোঁটা নিয়ে ছত্তারহাট এলাকায় সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে মো. কামাল (২৭) নামের এক পুলিশ সদস্যও আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। বর্তমানে ৫ স্বতন্ত্র পদপ্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত সোমবার পরৈকোড়া ইউনিয়নের নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন বিকেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) নাজিম উদ্দিন সুজনের ওপর হামলার খবর ছড়িয়ে পড়ে। এরপর সুজনের কয়েক শ সমর্থক ছত্তরহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মাহাতা এলাকা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছত্তারহাট এলাকায় স্বতন্ত্র পদপ্রার্থীর সমর্থকদের হামলায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বৈরাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোয়াব আলী, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, যুবলীগের নেতা জালাল উদ্দিনসহ ১৫ জনেরও বেশি নৌকার সমর্থক আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নাজিম উদ্দিন বলেন, ‘গতকাল আমার সমর্থকদের নিয়ে ইউনিয়নের লালার হাটে নির্বাচনী কার্যালয়ে অবস্থান করছিলাম। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আমার ওপর হামলা করে। এতে আমিসহ কয়েকজন সমর্থক আহত হয়।’

আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী আজিজুল হক বলেন, ‘নৌকার নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় স্বতন্ত্র পদপ্রার্থী সুজনের লোকজন আমাদের ওপর হামলা করে। এতে ১৫ জন আহত হন।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, পরৈকোড়া ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র পদপ্রার্থীর লোকজন জড়ো হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে এলাকায় অরাজকতা সৃষ্টি করে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আনোয়ারা থানায় একাধিক মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত