ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
অর্থ আত্মসাতের মামলায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার আদালত পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, সাবেক হেফাজত নেতা সলিম উল্লাহ জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সলিম উল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক। বর্তমানে তিনি উপজেলার নাজিরহাট ফারুকিয়া মাদ্রাসার প্রধান পরিচালক।
আদালত সূত্র জানায়, সলিম উল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালে মুহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন। সে মামলার তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
মামলার বাদী মো. আসাদুজ্জামান বলেন, মাওলানা সলিম উল্লাহ ২০০৭ সালে নাজিরহাটে এহসান সোসাইটি চালু করেন। এই প্রতিষ্ঠানকে ইসলামি শরিয়াভিত্তিক ও সুদমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাবি করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সুদ না খেয়ে তাঁর প্রতিষ্ঠানে ডিপিএস খোলার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন। তিনি আলেম হওয়ায় তাঁর কথায় বিশ্বাস করে সবাই হিসাব খোলেন।
তখন গ্রাহকদের বলা হয়, তাঁদের জমানো টাকা ছয় বছরে দ্বিগুণ বা ইসলামি শরিয়া মোতাবেক কমবেশি হবে। কিন্তু পরবর্তী সময়ে ডিপিএসের মেয়াদ দুই বছর বাড়িয়ে আট বছর করা হয়। তখন শর্ত দেওয়া হয়, মেয়াদপূর্তির আগে কোনো লভ্যাংশ গ্রাহককে দেওয়া হবে না। এভাবে অন্তত আট বছর অর্থ লেনদেন করার পর গ্রাহকদের ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে তাঁরা গা ঢাকা দেন।
অর্থ আত্মসাতের মামলায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার আদালত পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, সাবেক হেফাজত নেতা সলিম উল্লাহ জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সলিম উল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক। বর্তমানে তিনি উপজেলার নাজিরহাট ফারুকিয়া মাদ্রাসার প্রধান পরিচালক।
আদালত সূত্র জানায়, সলিম উল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালে মুহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন। সে মামলার তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
মামলার বাদী মো. আসাদুজ্জামান বলেন, মাওলানা সলিম উল্লাহ ২০০৭ সালে নাজিরহাটে এহসান সোসাইটি চালু করেন। এই প্রতিষ্ঠানকে ইসলামি শরিয়াভিত্তিক ও সুদমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাবি করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সুদ না খেয়ে তাঁর প্রতিষ্ঠানে ডিপিএস খোলার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন। তিনি আলেম হওয়ায় তাঁর কথায় বিশ্বাস করে সবাই হিসাব খোলেন।
তখন গ্রাহকদের বলা হয়, তাঁদের জমানো টাকা ছয় বছরে দ্বিগুণ বা ইসলামি শরিয়া মোতাবেক কমবেশি হবে। কিন্তু পরবর্তী সময়ে ডিপিএসের মেয়াদ দুই বছর বাড়িয়ে আট বছর করা হয়। তখন শর্ত দেওয়া হয়, মেয়াদপূর্তির আগে কোনো লভ্যাংশ গ্রাহককে দেওয়া হবে না। এভাবে অন্তত আট বছর অর্থ লেনদেন করার পর গ্রাহকদের ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে তাঁরা গা ঢাকা দেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪