Ajker Patrika

সাবেক হেফাজত নেতা সলিম উল্লাহ কারাগারে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১১: ৫৯
সাবেক হেফাজত নেতা সলিম উল্লাহ কারাগারে

অর্থ আত্মসাতের মামলায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার আদালত পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, সাবেক হেফাজত নেতা সলিম উল্লাহ জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সলিম উল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক। বর্তমানে তিনি উপজেলার নাজিরহাট ফারুকিয়া মাদ্রাসার প্রধান পরিচালক।

আদালত সূত্র জানায়, সলিম উল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালে মুহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন। সে মামলার তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান।

মামলার বাদী মো. আসাদুজ্জামান বলেন, মাওলানা সলিম উল্লাহ ২০০৭ সালে নাজিরহাটে এহসান সোসাইটি চালু করেন। এই প্রতিষ্ঠানকে ইসলামি শরিয়াভিত্তিক ও সুদমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাবি করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সুদ না খেয়ে তাঁর প্রতিষ্ঠানে ডিপিএস খোলার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন। তিনি আলেম হওয়ায় তাঁর কথায় বিশ্বাস করে সবাই হিসাব খোলেন।

তখন গ্রাহকদের বলা হয়, তাঁদের জমানো টাকা ছয় বছরে দ্বিগুণ বা ইসলামি শরিয়া মোতাবেক কমবেশি হবে। কিন্তু পরবর্তী সময়ে ডিপিএসের মেয়াদ দুই বছর বাড়িয়ে আট বছর করা হয়। তখন শর্ত দেওয়া হয়, মেয়াদপূর্তির আগে কোনো লভ্যাংশ গ্রাহককে দেওয়া হবে না। এভাবে অন্তত আট বছর অর্থ লেনদেন করার পর গ্রাহকদের ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে তাঁরা গা ঢাকা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত