Ajker Patrika

আওয়ামী যুবলীগের বর্ধিত সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ০৪
আওয়ামী যুবলীগের বর্ধিত সভা

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুব লীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু প্রমুখ। সভায় সংগঠনকে আরও গতিশীল করতে দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে দীর্ঘ প্রায় ২০ বছর পর সংগঠনের জেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় দলের নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সভায় জেলার ১৩টি উপজেলা থেকে শত শত নেতা–কর্মী মিছিলসহ অনুষ্ঠানে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত