Ajker Patrika

মুকসুদপুরে ১৬ ইউপির ১৩টিতেই নৌকার জয়

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ১৯
মুকসুদপুরে ১৬ ইউপির ১৩টিতেই নৌকার জয়

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টা থেকে শুরু হয় ভোট গণনা ও নির্বাচনী ফলাফল ঘোষণা। এই ১৬ ইউনিয়নে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

১৬টি ইউনিয়নের ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে নামেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন এবং ৫৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ১৬ ইউনিয়নে মোট ভোটার ছিল ২ লাখ ২১ হাজার ৯৭৬ জন।

১৩টি ইউনিয়নে জয়ী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানেরা হলেন, খান্দারপাড়া ইউনিয়নে মো. সাব্বির হোসেন খান, কাশালিয়া ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম, ভাবরাশুর ইউনিয়নে এস এম রিফাতুল আলম মুছা, গোবিন্দপুর ইউনিয়নে ওবাইদুল ইসলাম, রাঘদী ইউনিয়নে সাঈদুর রহমান টুটুল, গোহালা ইউনিয়নে নজরুল ইসলাম, বহুগ্রাম ইউনিয়নে পরিতোষ সরকার, ননীক্ষির ইউনিয়নে শেখ রনি আহম্মেদ, বাটিকামারী ইউনিয়নে শাহ আকরাম হোসেন, দিগনগর ইউনিয়নে হাজী মোহাম্মদ আলী, উজানী ইউনিয়নে শ্যামল কান্তি বোস, বাঁশবাড়িয়া ইউনিয়নে মনিরুজ্জামান মোল্লা ও পশারগাতি ইউনিয়নে আ. রহমান মীর।

জয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জলিলপাড় ইউনিয়নে মিহির কান্তি রায় (আনারস), মোচনা ইউনিয়নে মো. এমদাদ হোসেন (আনারস) এবং মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন মিয়া (ঘোড়া) নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত