বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারায় লিটন আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর বাজারে এ ঘটনা ঘটে। লিটনের পরিবারের দাবি, নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থীর পক্ষে কাজ করায় জয়ী প্রার্থীর লোকজন তাঁকে নির্যাতন করেছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিটনের পরিবার সূত্রে জানা গেছে, লিটন আলী নিজেও এবারের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী ছিলেন। গতকাল সকালে তাঁকে মাছের খামার থেকে তুলে বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউপি নির্বাচনে জয়ী প্রার্থী হাসানুজ্জামান হাসানের লোকজন তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করেন। এ ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে লিটনের বাবা নবীর উদ্দিন গুরুতর আহত হন। তাঁদের দুজনকেই কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
১১ নভেম্বর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকতকে হারিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান হাসান বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মালিথা পাড়ার বাসিন্দা। এবারের ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদে অংশগ্রহণ করে পরাজিত হন। এ ছাড়া তিনি পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহেদ আহমেদ শওকতের কর্মী ছিলেন।
বিশু নামের লিটনের চাচাতো ভাইয়ের দাবি, মো. ফারদেসের নেতৃত্বে রনি, বেল্টু, লিটন, নিজাম, জিয়াসহ অনেকেই এসে তাঁর ভাইকে তুলে নিয়ে যান। তুলে নিতে আসা সবার বাড়ি মির্জাপুর হাটের উত্তর
পাড়ায়। মো. ফারদেস জয়ী চেয়ারম্যান হাসানের কর্মী বলে তিনি জানান।
বিশু আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে লিটনকে তাঁর মাছের খামার দামুসী বিল থেকে তুলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় মারতে মারতে নেওয়া হয়। পরে মির্জাপুর বাজারে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা আবার মারা শুরু হয়। এ সময় ১০ থেকে ১৫ জন ব্যক্তি লিটনকে ব্যাপক মারধর করে। লিটনের বাবা ছেলেকে উদ্ধার করতে গেলে তাঁকেও মারধর করা হয়। প্রায় ৪ ঘণ্টা বেঁধে রেখে লিটনকে নির্যাতন করা হয়। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান ঘটনা স্থলে এসে বলেন, ‘অনেক মারধর হয়েছে। এখন ছেড়ে দে।’ এরপর লিটনকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকত বলেন, ‘লিটন আমার কর্মী ছিলেন। নৌকার পক্ষে কাজ করায় আজ তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। আমার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা হাসানুজ্জামান হাসান ও তাঁর লোকজন মধ্যযুগীয় কায়দায় লিটনের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন। এ অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।’
সাহেদ আহমেদ শওকত আরও বলেন, ‘শুধু লিটন নয় গত শনিবার রাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিপুরে সুজন নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে হাসানের লোকজন।’
অভিযোগের বিষয়ে জানতে বিজয়ী ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
লিটন কে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে হাসানের পক্ষের মো. ফারদেসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। কি হয়েছে জানি না।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পরস্পর বিরোধী অভিযোগ পাচ্ছি। অনেকেই বলছেন নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচন করায় তাঁকে এভাবে নির্যাতন করা হয়েছে। আবার অনেকে বলছেন তাঁর কাছে অনেকেই টাকা পাবেন বলে পাওনাদাররা এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনা যাই হোক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ার ভেড়ামারায় লিটন আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর বাজারে এ ঘটনা ঘটে। লিটনের পরিবারের দাবি, নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থীর পক্ষে কাজ করায় জয়ী প্রার্থীর লোকজন তাঁকে নির্যাতন করেছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিটনের পরিবার সূত্রে জানা গেছে, লিটন আলী নিজেও এবারের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী ছিলেন। গতকাল সকালে তাঁকে মাছের খামার থেকে তুলে বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউপি নির্বাচনে জয়ী প্রার্থী হাসানুজ্জামান হাসানের লোকজন তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করেন। এ ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে লিটনের বাবা নবীর উদ্দিন গুরুতর আহত হন। তাঁদের দুজনকেই কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
১১ নভেম্বর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকতকে হারিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান হাসান বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মালিথা পাড়ার বাসিন্দা। এবারের ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদে অংশগ্রহণ করে পরাজিত হন। এ ছাড়া তিনি পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহেদ আহমেদ শওকতের কর্মী ছিলেন।
বিশু নামের লিটনের চাচাতো ভাইয়ের দাবি, মো. ফারদেসের নেতৃত্বে রনি, বেল্টু, লিটন, নিজাম, জিয়াসহ অনেকেই এসে তাঁর ভাইকে তুলে নিয়ে যান। তুলে নিতে আসা সবার বাড়ি মির্জাপুর হাটের উত্তর
পাড়ায়। মো. ফারদেস জয়ী চেয়ারম্যান হাসানের কর্মী বলে তিনি জানান।
বিশু আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে লিটনকে তাঁর মাছের খামার দামুসী বিল থেকে তুলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় মারতে মারতে নেওয়া হয়। পরে মির্জাপুর বাজারে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা আবার মারা শুরু হয়। এ সময় ১০ থেকে ১৫ জন ব্যক্তি লিটনকে ব্যাপক মারধর করে। লিটনের বাবা ছেলেকে উদ্ধার করতে গেলে তাঁকেও মারধর করা হয়। প্রায় ৪ ঘণ্টা বেঁধে রেখে লিটনকে নির্যাতন করা হয়। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান ঘটনা স্থলে এসে বলেন, ‘অনেক মারধর হয়েছে। এখন ছেড়ে দে।’ এরপর লিটনকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকত বলেন, ‘লিটন আমার কর্মী ছিলেন। নৌকার পক্ষে কাজ করায় আজ তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। আমার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা হাসানুজ্জামান হাসান ও তাঁর লোকজন মধ্যযুগীয় কায়দায় লিটনের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন। এ অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।’
সাহেদ আহমেদ শওকত আরও বলেন, ‘শুধু লিটন নয় গত শনিবার রাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিপুরে সুজন নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে হাসানের লোকজন।’
অভিযোগের বিষয়ে জানতে বিজয়ী ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
লিটন কে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে হাসানের পক্ষের মো. ফারদেসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। কি হয়েছে জানি না।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পরস্পর বিরোধী অভিযোগ পাচ্ছি। অনেকেই বলছেন নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচন করায় তাঁকে এভাবে নির্যাতন করা হয়েছে। আবার অনেকে বলছেন তাঁর কাছে অনেকেই টাকা পাবেন বলে পাওনাদাররা এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনা যাই হোক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪