Ajker Patrika

প্রচার শেষ, কাল ইউপি ভোট

দাকোপ প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯: ২৫
প্রচার শেষ, কাল ইউপি ভোট

প্রথম ধাপের স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে কাল। ইতিমধ্যে প্রার্থীদের প্রচার বা গণসংযোগ শেষ হয়েছে। দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ নম্বর লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ছাড়া ২৭টি সংরক্ষিত ওয়ার্ডে ১১৬ জন নারী প্রার্থী ও ৮১টি সাধারণ ওয়ার্ডে ৩৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ১ নম্বর পানখালী ইউনিয়নে আওয়ামী লীগের শেখ আব্দুল কাদের (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জাহিদুল ইসলাম শেখ (হাত পাখা), স্বতন্ত্র সাব্বির আহমেদ (আনারস)। ২ নম্বর দাকোপ ইউনিয়নে রয়েছেন আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায় (নৌকা), স্বতন্ত্র সঞ্জয় কুমার রায় (আনারস) ও গৌতম সরকার (মোটরসাইকেল)।

৪ নম্বর কৈলাশগঞ্জ ইউনিয়নে রয়েছেন আওয়ামী লীগের মিহির কুমার মন্ডল (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গৌরাঙ্গ প্রসাদ রায় (হাতুড়ি), স্বতন্ত্র দেবব্রত সরকার (আনারস), চয়ন রায় (ঘোড়া), মন্টুলাল রায় (মোটরসাইকেল)। ৫ নম্বর সুতারখালী ইউনিয়নে আওয়ামী লীগের মাসুম আলী ফকির (নৌকা), স্বতন্ত্র জিএম আশরাফ হোসেন (অটোরিকশা), আব্দুল ওহাব গাজী (মোটরসাইকেল), দেবপ্রসাদ বৈদ্য (ঘোড়া), লিয়াকত আলী সানা (আনারস), সাহাবুদ্দিন গাজী (চশমা)।

৬ নম্বর কামারখোলা ইউনিয়নে আওয়ামী লীগের পঞ্চানন কুমার মন্ডল (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আব্দুল কাদের সানা (হাত পাখা), স্বতন্ত্র সমরেশ চন্দ্র রায় (আনারস)। ৭ নম্বর তিলডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের রণজিৎ কুমার মন্ডল (নৌকা), স্বতন্ত্র জালাল উদ্দিন গাজী (আনারস), অরুণ প্রকৃতি রায় (মোটরসাইকেল), তরুণ রায় (চশমা)। ৮ নম্বর বাজিয়ে ইউনিয়নের প্রার্থী আওয়ামী লীগের মানস কুমার রায় (নৌকা), স্বতন্ত্র দেবপ্রসাদ গাইন (আনারস), রুপালী ইসলাম মির্জা ঘোড়া)।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের নেতারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসভা, পথসভা, কার্যক্রম পরিচালনা করেছে। গত শুক্রবার দাকোপ উপজেলার বানিশান্তা, কৈলাশগঞ্জ, বাজুয়, তিলডাঙ্গা, দাকোপ ও কামারখোলা এলাকায় নৌকার প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করে জনসভা ও পথ সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গেন্ডারিয়া ঝর্ণা সরকার এমপি, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত