জয়পুরহাট প্রতিনিধি
দিনে দিনে একটু করে বাড়ছে শীত। আর শীত বাড়ার সঙ্গে সঙ্গে পিঠার দোকানগুলোতে বাড়ছে মানুষের ভিড়। কদর বাড়ছে রকমারি পিঠার।
জয়পুরহাট সদরসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিভিন্ন সড়কের পাশে বিকেল থেকে রাত ৯-১০টা পর্যন্ত রকমারি পিঠার পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় থাকেন দোকানিরা। আর ক্রেতারাও মুখিয়ে থাকেন—সন্ধ্যা নামবে, পাওয়া যাবে কাঙ্ক্ষিত পিঠা।
সদর উপজেলার তেঘরবিশা গ্রাম থেকে জয়পুরহাট রেলওয়ে পৌর হকার্স মার্কেটের পূর্ব পাশের রাস্তার পাশে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত পিঠার দোকান দেন শিপন ও তাঁর নানি হাজেরা। শিপন বলেন, তাঁরা প্রতিদিন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকার পিঠা ও মাষকলাইয়ের রুটি বিক্রি করছেন। প্রতিটি ভাপা পিঠা ১০ টাকায়, চিতই পিঠা ১০ টাকা এবং মাষকলাইয়ের রুটি ২০ টাকায় বিক্রি করছেন। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন তাঁদের লাভ থাকছে ৪০০ থেকে ৪৫০ টাকা। দোকানে ক্রেতাদের প্রতিদিনই ভিড় থাকে। পিঠা ও রুটি তৈরি করে দিতে হিমশিম খেতে হয়।
শিপনদের পাশাপাশি দোকান দিয়েছেন আইজুল ও বুলি দম্পতি। আইজুল জানান, তাঁরাও ভাপা পিঠা, পুলি পিঠা ও মাষকলাইয়ের রুটি বিক্রি করেন। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বেচাবিক্রি হয়। এতে সব খরচ বাদ দিয়ে তাঁদের লাভ থেকে ৪৫০ থেকে ৫০০ টাকা। এটা তাঁদের সংসারের জন্য একটা বাড়তি আয়। আর রুটি, পিঠা খেয়ে ক্রেতারা তৃপ্তি প্রকাশ করেন, যা তাঁদের মনে বাড়তি আনন্দ দেয়।
সদর উপজেলার বেলআমলা গ্রাম থেকে পিঠা খেতে এসেছেন বৈশাখী বেগম। তিনি বলেন, ‘যখনই জয়পুরহাটে আসি, তখন সময় করে পিঠা তৈরির দোকানে আসি।’
জয়পুরহাট সদর উপজেলার করিমনগর গ্রাম থেকে পিঠা খেতে এসেছেন জাকের ও রুপালি দম্পতি। রুপালি বেগম বলেন, ‘জয়পুরহাট সদরে মার্কেট করতে এসে সপরিবারে পিঠা খাচ্ছি। বাড়িতে ফিরে যাওয়ার সময় কিছু পিঠা নিয়েও যাব।’
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান জয়পুরহাট শহরে রিকশা চালাতে এসেছেন। তিনি বলেন, ‘পিঠা আমার খুব প্রিয় খাবার। তাই সময়-সুযোগ পেলেই দু-একটা ভাপা পিঠা খেয়ে যাই।’
দিনে দিনে একটু করে বাড়ছে শীত। আর শীত বাড়ার সঙ্গে সঙ্গে পিঠার দোকানগুলোতে বাড়ছে মানুষের ভিড়। কদর বাড়ছে রকমারি পিঠার।
জয়পুরহাট সদরসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিভিন্ন সড়কের পাশে বিকেল থেকে রাত ৯-১০টা পর্যন্ত রকমারি পিঠার পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় থাকেন দোকানিরা। আর ক্রেতারাও মুখিয়ে থাকেন—সন্ধ্যা নামবে, পাওয়া যাবে কাঙ্ক্ষিত পিঠা।
সদর উপজেলার তেঘরবিশা গ্রাম থেকে জয়পুরহাট রেলওয়ে পৌর হকার্স মার্কেটের পূর্ব পাশের রাস্তার পাশে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত পিঠার দোকান দেন শিপন ও তাঁর নানি হাজেরা। শিপন বলেন, তাঁরা প্রতিদিন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকার পিঠা ও মাষকলাইয়ের রুটি বিক্রি করছেন। প্রতিটি ভাপা পিঠা ১০ টাকায়, চিতই পিঠা ১০ টাকা এবং মাষকলাইয়ের রুটি ২০ টাকায় বিক্রি করছেন। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন তাঁদের লাভ থাকছে ৪০০ থেকে ৪৫০ টাকা। দোকানে ক্রেতাদের প্রতিদিনই ভিড় থাকে। পিঠা ও রুটি তৈরি করে দিতে হিমশিম খেতে হয়।
শিপনদের পাশাপাশি দোকান দিয়েছেন আইজুল ও বুলি দম্পতি। আইজুল জানান, তাঁরাও ভাপা পিঠা, পুলি পিঠা ও মাষকলাইয়ের রুটি বিক্রি করেন। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বেচাবিক্রি হয়। এতে সব খরচ বাদ দিয়ে তাঁদের লাভ থেকে ৪৫০ থেকে ৫০০ টাকা। এটা তাঁদের সংসারের জন্য একটা বাড়তি আয়। আর রুটি, পিঠা খেয়ে ক্রেতারা তৃপ্তি প্রকাশ করেন, যা তাঁদের মনে বাড়তি আনন্দ দেয়।
সদর উপজেলার বেলআমলা গ্রাম থেকে পিঠা খেতে এসেছেন বৈশাখী বেগম। তিনি বলেন, ‘যখনই জয়পুরহাটে আসি, তখন সময় করে পিঠা তৈরির দোকানে আসি।’
জয়পুরহাট সদর উপজেলার করিমনগর গ্রাম থেকে পিঠা খেতে এসেছেন জাকের ও রুপালি দম্পতি। রুপালি বেগম বলেন, ‘জয়পুরহাট সদরে মার্কেট করতে এসে সপরিবারে পিঠা খাচ্ছি। বাড়িতে ফিরে যাওয়ার সময় কিছু পিঠা নিয়েও যাব।’
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান জয়পুরহাট শহরে রিকশা চালাতে এসেছেন। তিনি বলেন, ‘পিঠা আমার খুব প্রিয় খাবার। তাই সময়-সুযোগ পেলেই দু-একটা ভাপা পিঠা খেয়ে যাই।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫