Ajker Patrika

বিএনপি কার্যালয়ে হামলা ছাত্রদলের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
বিএনপি কার্যালয়ে হামলা ছাত্রদলের বিক্ষোভ

পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের বনানী এলাকার জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। অপরদিকে ছাত্রলীগ এ ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করছে।

জানা যায়, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানী এলাকার বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই দুপুর ১২টায় একদল সন্ত্রাসী বিএনপি কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের ভেতরের আসবাব ভাঙচুর করে।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন হামলার পরপরই তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আবারও আজকে দুপুর সোয়া ১২টার সময় আমাদের পটুয়াখালী জেলা বিএনপি অফিস ভাঙচুর করল ছাত্রলীগের সোনার ছেলেরা।’

এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম লিটন বলেন, ‘প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি ছাত্রলীগের গ্রুপ তিন দফায় মিছিল সহকারে এসে আমাকে গালাগাল করে এবং সোয়া ১২টার দিকে হামলা চালিয়ে অফিসের টেবিল, চেয়ারসহ অন্যান্য আসবাব ভাঙচুর করে।’

জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জ্বল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির কার্যালয়ের সামনে আমাদের কর্মসূচি ছিল। এ সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে কয়েক দফায় হামলা করে এবং কার্যালয়ের তালা ভেঙে ভেতরের আসবাব ভাঙচুর করে। আমরা সেখানে উপস্থিত পুলিশের সহযোগিতা চেয়েও পাইনি। বরং উল্টো পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা ও লাঠিপেটা করে।’

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া বলেন, ‘পটুয়াখালীতে বিএনপির দৃশ্যমান দুটি গ্রুপ রয়েছে। তাদের নিজেদের মধ্যকার সহিংসতা এখন ছাত্রলীগের কাঁধে উঠিয়ে দিচ্ছে। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। পুরো ঘটনাটাই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটেছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। পুলিশ তাদের সহযোগিতা করেনি বলে যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত