Ajker Patrika

ট্রাকচাপায় নিহত একজন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ৩৮
ট্রাকচাপায় নিহত একজন

কুমিল্লার টিক্কারচর এলাকায় বালুবাহী ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ২টার দিকে গোমতী নদীর তীরবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামছুল হক (৪২)। তিনি নগরীর পাথুরিয়া পাড়া এলাকার বাসিন্দা। কুমিল্লার আদালতের আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন তিনি।

পুলিশ জানায়, টিক্কারচর সড়ক হয়ে শামছুল হক বাড়ি ফেরার পথে সড়কের ওপরে রাখা বালুর ওপর মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পরে যান। এ সময় পেছন থেকে আসা বালুবাহী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা কোতয়ালী থানায় নিয়ে যায় পুলিশ। মোটরসাইকেলে শামছুল হক একাই ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের ওপর বালু দেখে শামছুল হক তা এড়ানোর চেষ্টা করেন। এ সময় তাঁর মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুমিল্লার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, ‘ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত