Ajker Patrika

মনের অনুভূতিকে ছবিতে ফুটিয়ে তোলেন সুদীপ্তা

রুবায়েত হোসেন, খুবি 
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩: ৪৫
মনের অনুভূতিকে ছবিতে ফুটিয়ে তোলেন সুদীপ্তা

মানুষের মনের ভেতরে কিছু কিছু অনুভূতি রয়েছে, যেটা সব সময় প্রকাশ করা যায় না। যেমন-দুঃখ, কষ্ট, বিরহ, ভাবনা এগুলো অনুভব করা গেলেও প্রকাশ করা যায় না। মানুষের না বলা এসব অনুভূতিগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন সুদীপ্তা স্বর্ণকার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ছাত্রী ছিলেন। বর্তমানে ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অধ্যয়নরত তিনি।

সুদীপ্তা স্বর্ণকার তার শিল্পে মূলত নিজের অনুভূতির জায়গাকে তুলে করেন। চিত্রশিল্পকে একটি ধ্যানমূলক প্রক্রিয়া হিসেবে ব্যবহার করেন যার মাধ্যমে কেউ প্রাকৃতিক বিশ্ব এবং এর ছন্দের সঙ্গে যোগাযোগ করতে পারে। রূপ, আলো, রং ও প্রতীক তৈরি চেষ্টা করেন তিনি।

সম্প্রতি ভারতের বেনারস এর ‘কা আর্ট গ্যালারিতে’ একক প্রদর্শনীতে নিজের অনুভূতির আলোকে চিত্রিত করে ফুটিয়ে তুলেছেন সুদীপ্তা। তিনি বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০১৪-১৫ সেশনের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। উত্তর প্রদেশের বেনারসের বিখ্যাত ‘কা আর্ট গ্যালারি’তে একক প্রদর্শনীর আয়োজন করেন তিনি। এ প্রদর্শনী ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চলে। প্রদর্শনীতে তিনি নিজের অনুভূতির আলোকে আঁকা ছবি প্রদর্শন করেন। প্রদর্শনীতে ছবির মাধ্যমে তিনি তার নিজের অপ্রকাশিত সব অনুভূতি প্রকাশ করেন এবং এটা দেখে একেক জন তাদের নিজের মত অনুভব করতে পারেন।

সুদীপ্তা স্বর্ণকারের আঁকা একটি চিত্রকর্মএ বিষয়ে সুদীপ্তা বলেন, ‘আমার ছবিগুলোতে আমি নিজের অনুভূতিগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রদর্শনীতে এটা আবার একেক জন তার অনুভূতির জায়গা থেকেই দেখছে। আমি সব সময় এটাই চেয়েছি। আমার অনুভূতির জায়গা থেকে না দেখে সে তার নিজের অনুভূতি এবং দৃষ্টিকোণের জায়গা থেকে দেখুক। সুদীপ্তা বলেন, ‘আমি যেখানে কথা বলি তার চেয়ে বেশি বিস্তৃত কিছু অনুভব করার জন্য আমি আঁকি। মায়ের হাত ধরে ছোটবেলা থেকেই আমার শৈল্পিক জীবন শুরু হয়। এই ছবি থেকে অন্যরকম আনন্দ পাই, যা পৃথিবীর আর কোথাও পাই না। সৃষ্টির ক্ষেত্রে আমি সব সময়ই একজন স্বাধীন মানুষ। আমার শিল্পে আমি মূলত আমার নিজের অনুভূতির জায়গাটাই ফোকাস করি।’

এ ধরনের চিত্রকর্ম করার উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি আমার অনুভূতিকে প্রকাশ করতে এবং সেটা চিত্রকর্মের মাধ্যমে। আমি চিত্রশিল্পকে একটি ধ্যানমূলক প্রক্রিয়া হিসাবে ব্যবহার করি যার মাধ্যমে কেউ প্রাকৃতিক বিশ্ব এবং এর ছন্দের সঙ্গে যোগাযোগ করতে পারে।

একক প্রদর্শনীর ব্যাপারে সুদীপ্তা স্বর্ণকার তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি আমার অনুভূতিগুলো চিত্রিত করার চেয়ে প্রকাশ করতে চাই। আমি পরিবর্তন করতে ভয় পাই না। কারণ চিত্রকর্মের নিজস্ব একটি জীবন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত